পুজোয় ফ্ল্যাটের ঘরকে পুজো-ফিল দিতে কিছু সহজ ইন্টেরিয়র টিপস News18Bangla.com-এর পাঠকদের জন্য জানালেন নামী ইন্টেরিয়র ডিজাইনার চিত্রলেখা বিশ্বাস।
পর্দা, বালিশের কভার নতুন হলে ভালো হয়। সে ক্ষেত্রে উজ্জ্বল রঙের উপরেই জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিত্রলেখা। ঘরের রংও উজ্জ্বলের উপরেই জোর দেওয়া ভালো। প্রতিটি ঘরের থিম পরিবর্তনের জন্য ওয়ালপেপার ব্যবহার করতে পারেন। ডেকরেশনের জন্য বাহারি মোমবাতি, বাহারি আলো ও সঙ্গে ঘরে সুন্দর গন্ধের জন্য ভেষজ তেল রাখতে পারেন এক কোণে। পুজো পুজো আনন্দ পেতে সারাক্ষণ ঘরের মিউজিক সিস্টেমে চলুক মৃদু ঢাকের বাদ্যি। খুব আস্তে।
advertisement
ঘরে ঢোকার মুখে দরজায় উজ্জ্বল বাহারি আলো রাখতে পারেন। উত্সবকে স্বাগত জানাতে দরজার কাছে আলপনা বা রঙ্গোলি থাকলে তো জমে যাবে।
সেন্টার টেবিল থেকে অকাজের জিনিস সরিয়ে ফেলুন। ছিমছাম থাক। ফুল রাখতে পারেন সেন্টার টেবিলে বা শো পিস।
ব্যালকনিতে নানা রঙের ফুলে সাজান। ফুল শুধু মন ভালোই করে না, ঘরকেও সুন্দর করে তোলে। দুটি রঙের ফুলে কম্বিনেশন ঠিক করুন। যেমন সাদা ও হলুদ। এ ক্ষেত্রে পেশাদারের সাহায্য নিতে পারেন।
সবুজ সময়ই মন ভালো করে। তাই কিছু বাহারি গাছ ঘরের কোণে রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন, যদি খুব ছোট ফ্ল্যাট হয়, তা হলে ঘিঞ্জি লাগতে পারে। না হলে সেই গাছে লাইট লাগান।
দুর্গাপুজোর আগে এই ঘরসজ্জাই রেখে দিন কালীপুজো পর্যন্ত।
এ তো গেল ফ্ল্যাটের ব্যাপার৷ পুরনো বাড়ির ক্ষেত্রে পুজো-ফিল দিতে গেলে প্রথমেই বলব, ঘরগুলি রং করুন৷ কাঠের আসবাবে নতুন পালিশ দিতে পারেন৷ না-হলেও অসুবিধে নেই৷ পুরনো বাড়ির ক্ষেত্রে উজ্জ্বল বাহারি আলো ব্যবহার করুন৷