অনেকেই জানেন না কানের দুল ঘরেই তৈরি করে নেওয়া যায়। আর সে সব মোটেই সাধারণ নয়। একেবারে চমকে দেওয়া কাজ। ওষুধের ফয়েল, বোতলের ঢাকনা তো ফেলে দেওয়াই হয়। কিন্তু এসব ব্যবহার করেই বানিয়ে ফেলা যায় অত্যাশ্চর্য কানের দুল। দেখতে চমৎকার, কাজে ফ্যাশনেবল আর পয়সাও বাঁচে। কীভাবে? দেখে নেওয়া যাক সেটাই।
advertisement
কানের দুল তৈরি করতে যা যা লাগবে এবং পদ্ধতি: এ জন্য দরকার ওষুধের ২টো ফয়েল, পাতলা তার, পাথর, উল এবং আঠা। কানের দুল তৈরি করতে ওষুধের ফয়েলে প্রথমে ফুটো করতে হবে। এ জন্য কম্পাস বা ছুঁচলো কিছু ব্যবহার করা যায়। এবার লাগবে হালকা তার। এটা কানের দুলের মতোই হবে। একদিকে তারটা পেঁচিয়ে অন্য পাশ দিয়ে গর্তের ভিতর ঢুকিয়ে দিতে হবে। এবার তারের উপরের অংশটা সামান্য বাঁকিয়ে নিতে হবে, যাতে কানে ঢোকানো যায়। এবার অল্প উলের উপর ঝকমকে কোনও পাথর বসিয়ে সেটা আঠা দিয়ে ফয়েলের উপর সেঁটে দিতে হবে। ব্যস দুল তৈরি।
ভিন্ন লুক: মেডিসিন ক্যাপ থেকে তৈরি কানের দুলকে আলাদা লুক দিতে রঙিন পাথর, উল বা অন্য যে কোন ধরনের ট্যাসেলও ব্যবহার করা যায়। এই ধরনের কানের দুল দেখতে স্টাইলিশ হয়। তৈরিও করা যায় সহজে।
ক্যাপসুলের প্যাকেটই কানের দুল: ক্যাপসুলের প্যাকেট কেটে সেটাকে কানের দুল বানিয়ে নেওয়া যায়। তৈরি করা খুব সহজ। শুধু দুটো ক্যাপসুল কেটে নিয়ে কোণে তার পেঁচিয়ে দিলেই হল।
কানের দুলের জন্য চাই সঠিক তার: কানের লতি খুব নরম এবং সংবেদনশীল। তাই দুল তৈরির সময় জং ধরা বা খারাপ তার ব্যবহার না করাই উচিত। কেটে গেলে টিটেনাস নিতে হবে। সংক্রমণের ভয়ও থাকে। দোকান থেকে নতুন স্ট্রিং কিনে নেওয়াই সবচেয়ে ভাল। পুরনো কানের দুলের সঙ্গে লাগানো তারও ব্যবহার করা যায়। এতে পরিশ্রম কম হবে। পয়সাও বাঁচবে।