কালো পোশাক কখনই পুরনো হয় না। তাই পার্টি লুকের (Party Look) জন্য় অপরিহার্য ভাবনা হল একটি কালো পোশাক। সঙ্গে একটি মানানসই হাই হিল পরুন। সাদা জুতোও পরতে পারেন। ন্য়ুড লিপস্টিক আর হুপ কানের দুলের সঙ্গে গালে হালকা গোল্ডেন ব্লাশার। ব্য়াস, আপনি তৈরি।
আরও পড়ুন: ফের গর্ভবতী নেহা ধুপিয়া? দুই সন্তানের মা কি আবার সুখবর দিলেন?
advertisement
একটি গাঢ় টপ এবং হালকা স্কার্ট আপনাকে একটি মার্জিত রূপ দেবে। তার সঙ্গে পছন্দমতো গয়না বাছুন। তবে এক্ষেত্রে হিল বেশি গ্রহণযোগ্য়। চুল খোলা রাখুন। কানে আর কিছু না পরলেও চলবে।
ডেনিম জিনসের সঙ্গে ঝলমলে একটি টপ অতি সহজ লুক। কোনও ক্লাব বা পাবে নাইট পার্টির ক্ষেত্রে এটি অভিনব। বলিউডের বেশিরভাগ অভিনেত্রীরই পছন্দের একটি লুক এই পোশাক।
আরও পড়ুন: সৃজিত-মিথিলার ঘরে ভুবনের 'কাঁচা বাদাম ! আইরার কাণ্ডে অবাক নেটিজেনরা ! ভাইরাল ভিডিও
বেছে নিতে পারেন ইন্দো-ওয়েস্টার্ন লুক। দিনের পার্টি হোক বা রাতের, ইন্দো-ওয়েস্টার্ন লুক কখনওই পুরনো হয় না। আপনি একটি সিল্কের শার্টের সঙ্গে একটি ইন্ডিয়ান স্কার্ট পরতে পারেন। সঙ্গে অক্সিডাইজড গহনা পরুন। ব্য়াস। আপনার দিক থেকে আর চোখই ফেরানো যাবে না।