কেউ যখনই সাপের মুখে পড়েন, তখনই সেই জায়গা থেকে দ্রুত পালানোর চেষ্টা করেন অথবা ভয় পেতে শুরু করেন। কারণ সবাই ভাবেন এই প্রাণী কামড়ানোর পরে প্রাণে বাঁচা যায় না। এটা একেবারেই ভুল কথা। কোনও অন্ধবিশ্বাসের বশবর্তী না হয়ে যথাসময়ে উপযুক্ত পরিষেবা পেলে, আপনিও দ্রুত সুস্থ হতে পারেন। রসুন, পেঁয়াজ, পুদিনা, লবঙ্গ, তুলসি, দারুচিনি, ভিনিগার, লেবু এবং বিশেষ করে অ্যামোনিয়া গ্যাস সাপ তাড়াতে অত্যন্ত কার্যকর। কিন্তু শৌচাগারে সাপ লুকিয়ে আছে কিনা, সেটা কী করে বুঝবেন?
advertisement
আরও পড়ুন: ‘হামাগুড়ি বাবু’ কে? মমতার মন্তব্যের পরই শুরু খোঁজ, মাথা চুলকোচ্ছেন তৃণমূল নেতারাও
টয়লেটে গিয়ে আগে ফ্ল্যাশ করে দেখুন। সাপের চামড়ার কোনও অংশ দেখা গেলে নিশ্চিত হতে পারেন যে সাপ কমোডে আছে। নড়াচড়া অনুভব করলে তো কথাই নেই। সাপ কিন্তু শৌচাগারের মতো স্যাঁতসেতে জায়গায় থাকতেই পছন্দ করে। অতএব, সাবধান!