জলপাইগুড়ির পৌরসভার ৯ নং ওয়ার্ডের পিলখানা কলোনী এলাকার বাসিন্দা সোমনাথ পাখিরার মেয়ে শিবাংশি পাখিরা। বাবা পেশায় ইঞ্জিনিয়র। সোমনাথাবাবু আর দশজন বাবার মতো মাস কয়েক আগে বাচ্চাকে খেলনা কিনে দেওয়ার পাশাপাশি কিনে দিয়েছিলেন ফল, ফুল, জন্তু-জানোয়ারের ছবি দেওয়া বই। আর সেটাই যে হবে গর্ব করার মূলমন্ত্র টা কেই বা জানত!
advertisement
মাত্র দু’বছরের শিশু কন্যা গড়গড়িয়ে বলতে পারে ২৩টি পশুর নাম,২১টি ফলের নাম,২৪টি সবজি, ১০ ধরনের গাড়ি, ১০টির বেশি পাখির নাম, ১২টি রং, ১২টি অঙ্গ প্রত্যঙ্গের নাম,৩১টি হাউস হোল্ড এর নাম। ডাক শুনে বলে দিতে পারে কোনটি কোন পশুর ডাক। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য সার্টিফিকেট, মেডেল সহ বিভিন্ন উপহার মিলেছে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’ সংস্থা থেকে।
এত্ত কিছু মনে রাখা কিন্তু আসলেই বছর দুয়েক একরত্তির পক্ষে অসম্ভব। আর এই অসম্ভবকেই সম্ভব করেছে এই খুদে। জলপাইগুড়ির গর্ব শিবাংশিরসুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে গোটা জলপাইগুড়িবাসী।
সুরজিৎ দে