TRENDING:

কেবল ভেসলিন নয়, সঙ্গে মেশান এই উপাদান, সারা শীতেই ঠোঁট থাকবে তুলতুলে নরম

Last Updated:

শীতকালে ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। তবেই শীতকালেও ত্বক থাকবে কোমল এবং মসৃণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীত পড়লেই ত্বক শুকিয়ে যায়। কারও কারও তো চামড়া ফাটতে শুরু করে। তাই এই সময় ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। তবেই শীতকালেও ত্বক থাকবে কোমল এবং মসৃণ। ত্বক পরিশীলি এবং হাইড্রেটেড রাখতে কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে। এখানে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
advertisement

নারকেল তেল: শীতকালে গায়ে, পায়ে নারকেল তেল মাখতেন মা-ঠাকুমারা। এটা বিস্ময়কর কাজ করে। ত্বককে প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজড রাখে। মুখ এবং শরীর হয় কোমল এবং উজ্জ্বল। যুগ যুগ ধরে এমনটাই হয়ে আসছে। নিয়মিত প্রয়োগ ক্ষতিগ্রস্থ ত্বক পুনরুদ্ধার করতে সাহায্য করে এবং শুষ্ক এবং বিরক্তিকর প্যাচগুলি দূর করে। শুধু তাই নয়, নারকেল তেলে সামান্য হলুদ এবং চিনি মিশিয়ে লাগালে মুখ এবং শরীরের সমস্ত ট্যানিং এবং কালো দাগও সহজেই দূর হয়।

advertisement

আরও পড়ুন: শুষ্ক ত্বকের হাত থেকে বাঁচতে কতক্ষণ স্নান করা উচিত? গরম জল না কি ঠান্ডা, জানুন

ভেসলিন দিয়ে টিন্ট: শীতকালে ফাটা বা শুষ্ক ঠোঁট সবচেয়ে সাধারণ সমস্যা। এ থেকে মুক্তি পেতে ভেসলিন এবং টিন্ট মিশিয়ে লাগাতে হবে। তাহলেই ঠোঁট হবে মসৃণ এবং নরম। শুধু ঠোঁট নয়, এটা গালেও লাগানো যায়। অল্প দিন ব্যবহার করলেই উজ্জ্বল এবং গোলাপি আভা আসবে। কোনও অস্বস্তি থাকবে না।

advertisement

বাড়িতে তৈরি ফেস অয়েল: ইদানীং ফেস অয়েল ব্যাপক জনপ্রিয়। অস্বীকার করার উপায় নেই, এটা ফেস ক্রিমের চেয়ে ভাল। মুখ ময়েশ্চারাইজ করতে এর জুড়ি নেই। এছাড়াও, এই তেলগুলিতে প্রাকৃতিক পুষ্টি রয়েছে যা ত্বককে বিভিন্ন ভিটামিন এবং খনিজ সরবরাহ করে। বাড়িতে অ্যাভোকাডো, গোলাপ এবং ল্যাভেন্ডার তেল তৈরি করা যায়। এই ফেস অয়েলগুলো প্রাইমার হিসেবে ব্যবহার করার জন্য আদর্শ।

advertisement

আরও পড়ুন: পশ্চাদ্দেশের পেশিতে যন্ত্রণা? বড় কোনও রোগ ডেকে আনছেন না তো? দেখুন লক্ষণ মিলিয়ে

ফেস মিস্ট: ফেস মিস্ট ত্বককে হাইড্রেটেড এবং সতেজ রাখতে সাহায্য করে। এগুলো প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট এবং অনন্য সুগন্ধে ভরপুর। ফেস রাইস ওয়াটার মিস্ট, শসার কুয়াশা, গ্রিন টি মিস্ট এবং অ্যালোভেরা মিস্ট ব্যবহার এবং তৈরি করা সবচেয়ে সহজ।

advertisement

মধুর প্যাক: দই এবং এক চিমটে হলুদের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগাতে হবে। এটা অবাঞ্ছিত শুষ্কতা থেকে ত্বককে রক্ষা করার দুর্দান্ত উপায়। ট্যান দূর করে। পেশির ক্লান্তি কমায়। এমনকী কর্মক্ষমতা এবং সহনশীলতাও বাড়ায়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কেবল ভেসলিন নয়, সঙ্গে মেশান এই উপাদান, সারা শীতেই ঠোঁট থাকবে তুলতুলে নরম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল