ময়লা নোট বদল
-------------------------
যদি আপনার কাছে অল্প সংখ্যায় ময়লা নোট থাকে তাহলে আপনি নিজে ব্যাঙ্কে যেতে পারেন ৷ ২০ টি অবধি নোট এবং সর্বাধিক ৫০০০ টাকার নোট আপনি বিনামূল্যে বদলে নিতে পারেন ৷
কিন্তু যদি আপনার কাছে প্রচুর ময়লা নোট থাকে তাহলে আপনাকে একটু কাঠখড় পোয়াতে হবে ৷ যদি আপনার কাছে ৫০০০ টাকা বা ২০ টি-র বেশি নোট থাকে তাহলে রসিদের বিনিময়ে সেটা জমা দিতে হবে ৷ পরে তার ভ্যালু ক্রেডিট করে দেওয়া হবে ৷ আসলে রিজার্ভ ব্যাঙ্ক খতিয়ে দেখে তার ওপর চার্জও নিতে পারে ৷ যদি ৫০ হাজার টাকা জমা হয় সেক্ষেত্রে ব্যাঙ্ক পুরো বিষয়টিতে সুরক্ষা পদক্ষেপ নিয়ে তবেই নতুন নোট দেবে ৷
advertisement
শব্দ -স্লোগান লেখা নোট
-----------------------------
যদি কোনও নোটের ওপর রাজনৈতিক স্লোগান লেখা থাকে তাহলে আপনার নোট বাতিলও হতে পারে ৷ রিজার্ভ ব্যাঙ্কের ৬(৩)(iii) ধারা অনুযায়ি নোট বদলের যে নিয়ম তাতে এই রকম লেখা নোট আর ব্যবহারযোগ্য নয় ৷ যে নোটের কোনও কিছু বোঝা যাচ্ছে না এইরকম অবস্থা সেই নোটেরও বদলি হয় না ৬(৩)(ii) ধারা অনুযায়ি ৷ রিজার্ভ ব্যাঙ্কের ২০০৯ সালে প্রবর্তিত নিয়ম অনুযায়ি এই ধারা গুলি রয়েছে ৷
ইচ্ছাকৃতভাবে কাটা নোট
---------------------------------
যদি কোনো নোট ইচ্ছাকৃতভাবে ছেঁড়া, ফাটা বা সংখ্যা বদল করা হয়ে থাকে তাহলে তা আর বদল করা যাবে না ৷ ২০০৯ সালে প্রবর্তিত নিয়ম অনুযায়ি৬(৩)(ii) ধারায় এই নোট বদল সম্ভব নয় ৷