TRENDING:

পুরনো-ছেঁড়া নোট বদলাবেন কী করে, জেনে নিন উপায়

Last Updated:

পুরনো ও ছেঁড়া নোট নিয়ে জেরবার ৷ কী করবেন, কীভাবে বদলাবেন, না নিজের কাছেই রেখে দেবেন এই নিয়ে দিনরাত ভেবে চলেছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি :  পুরনো ও ছেঁড়া নোট নিয়ে জেরবার ৷ কী করবেন, কীভাবে বদলাবেন, না নিজের কাছেই রেখে দেবেন এই নিয়ে দিনরাত ভেবে চলেছেন ৷ ভাবছেন পুরো নোটটাই গচ্চা গেল ৷ এরকম ভেঙে পড়ার কোনও কারণ নেই ৷ রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম রয়েছ যাতে সহজেই  বদলে নেওয়া যেতে পারে এই প্রায় খারাপ নোট ৷
advertisement

ময়লা নোট বদল

-------------------------

যদি আপনার কাছে অল্প সংখ্যায় ময়লা নোট থাকে তাহলে আপনি নিজে ব্যাঙ্কে যেতে পারেন ৷ ২০ টি অবধি নোট এবং সর্বাধিক ৫০০০ টাকার নোট আপনি বিনামূল্যে বদলে নিতে পারেন ৷

কিন্তু যদি আপনার কাছে প্রচুর ময়লা নোট থাকে তাহলে আপনাকে একটু কাঠখড় পোয়াতে হবে ৷ যদি আপনার কাছে ৫০০০ টাকা বা ২০ টি-র বেশি নোট থাকে তাহলে রসিদের বিনিময়ে সেটা জমা দিতে হবে ৷ পরে তার ভ্যালু ক্রেডিট করে দেওয়া হবে ৷ আসলে রিজার্ভ ব্যাঙ্ক খতিয়ে দেখে তার ওপর চার্জও নিতে পারে ৷ যদি ৫০ হাজার টাকা জমা হয় সেক্ষেত্রে ব্যাঙ্ক পুরো বিষয়টিতে সুরক্ষা পদক্ষেপ নিয়ে তবেই নতুন নোট দেবে ৷

advertisement

শব্দ -স্লোগান লেখা নোট

-----------------------------

যদি কোনও নোটের ওপর রাজনৈতিক স্লোগান লেখা থাকে তাহলে আপনার নোট বাতিলও হতে পারে ৷ রিজার্ভ ব্যাঙ্কের ৬(৩)(iii) ধারা অনুযায়ি নোট বদলের যে নিয়ম তাতে এই রকম লেখা নোট আর ব্যবহারযোগ্য নয় ৷ যে নোটের কোনও কিছু বোঝা যাচ্ছে না এইরকম অবস্থা সেই নোটেরও বদলি হয় না  ৬(৩)(ii) ধারা অনুযায়ি ৷  রিজার্ভ ব্যাঙ্কের ২০০৯ সালে প্রবর্তিত নিয়ম অনুযায়ি এই ধারা গুলি রয়েছে ৷

advertisement

ইচ্ছাকৃতভাবে কাটা নোট

---------------------------------

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদি কোনো নোট ইচ্ছাকৃতভাবে ছেঁড়া, ফাটা বা সংখ্যা বদল করা হয়ে থাকে তাহলে তা আর বদল করা যাবে না ৷ ২০০৯ সালে প্রবর্তিত নিয়ম অনুযায়ি৬(৩)(ii) ধারায় এই নোট বদল সম্ভব নয় ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পুরনো-ছেঁড়া নোট বদলাবেন কী করে, জেনে নিন উপায়