উপহারে হন অনন্য
অনলাইনে হাতের সামনে যা পাবেন অর্ডার করে ফেলবেন না। উপহার তাই যা বাছাই করতে আপনার সময়, আপনার চিন্তা মিশে রয়েছে। আপনার সঙ্গীর কীসে সবচেয়ে খুশি হবেন, কী পেলে ভালো হতো বলে উল্লেখ করেছে আগে কখনও? বা এমন কি কিছু রয়েছে যা বারেবারে পেতে চাইলেও কখনও পাওয়া হয়নি? ভাবুন। সেই উপহারই দিন যাতে আপনার নিজের স্পর্শ রয়েছে।
advertisement
আরও পড়ুন- মধুমাসে বাঁধা পড়ছেন সাতপাকে? এখন থেকেই ডায়েটে রাখুন এই খাবারগুলি
গোলাপ কখনও পুরনো হয় না
ভালোবাসায় আর যারই গুরুত্ব কমুক না কেন, গোলাপ, সে তো গোলাপই। প্রেম আর গোলাপ একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত যে যুগের পর যুগ ভালোবাসার কথা প্রকাশ করতে গোলাপের কাছে নত হতেই হয়! গোলাপের সৌন্দর্য আর গন্ধ ছাড়া ভ্যালেন্টাইন্স ডে (Happy Valentine's Day) অসম্পূর্ণ। সঙ্গীর কর্মক্ষেত্রে একটা গোলাপ তো পাঠাতেই পারেন। দূরে রইলে বাড়িতেই পাঠিয়ে দিন না, দু’কলি প্রেমপত্র সহ।
ভালোবাসাকে প্রকাশ করুন
না বলা কথায় অনেক কিছু বলা যায় ঠিকই। তবে মাঝে মাঝে মন খুলে ভালোবাসার কথা বলুন। ভ্যালেন্টাইন্স ডে একটা উপলক্ষ্য মাত্র। নিজের প্রেমিক বা প্রেমিকার সামনে নিজের ভালোবাসার (Happy Valentine's Day) দেরাজ খুলে দিন। গড়িয়ে যাক সমস্ত আনন্দের মুহূর্ত, ভালোবাসার স্পর্শ। সঙ্গীর সামনে অকপটে বলুন ভালোবাসার কথা। আর যদি এখনও বলার সাহস করে না উঠতে পারেন তবে এই সুযোগ হাতছাড়া করবেন না।
আরও পড়ুন- শারীরিক সম্পর্কের আগে ভুলেও এগুলি খাবেন না
ডিনার ডেট
রোম্যান্টিক ডিনার ছাড়া কি প্রেম জমে? আপনার সঙ্গীকে প্রিয় কোনও রেস্তোরাঁয় নিয়ে যান। মোমবাতির আলো জ্বেলে প্রেম নিবেদন ক্লিশে মনে হচ্ছে? তাহলে একটু অন্য ধাঁচের রেস্তোরাঁয় যান, যেতে পারেন নতুন কোনও ছিমছাম ক্যাফেতেও। সময় কাটান একে অন্যের সঙ্গে। ফোন থেকে দূরে, ভিড় থেকে দূরে, নিভৃতে (Happy Valentine's Day)।
