TRENDING:

Breast Implant : প্রতিস্থাপনের পর শিশুকে স্তন্যপান করানো যায়? কতটা নিরাপদ ব্রেস্ট ইমপ্ল্যান্ট?

Last Updated:

Breast Implant : তবে অন্যান্য কসমেটিক্স পরিবর্তনের মতো ব্রেস্ট ইমপ্ল্যান্টের ক্ষেত্রেও কিছু সতর্কতা আগে থেকেই নিতে হয়৷ তবে প্রশ্ন ঘিরে থাকে এই প্রতিস্থাপনকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কসমেটিক সার্জারির মধ্যে এখন অন্যতম জনপ্রিয় হল ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন (breast implant)৷ সারা পৃথিবীতেই এর প্রচলন বাড়ছে ধীরে ধীরে৷ ব্রেস্ট ক্যানসারের মতো অসুখের কোপে অনেক ক্ষেত্রে মহিলাদের স্তনহানি হয়৷ এছাড়া সৌন্দর্যবৃদ্ধির লক্ষ্যেও অনেক মহিলা স্তনের আকার পরিবর্তন করেন৷ এর পাশাপাশি রূপান্তরকামীরাও স্তন প্রতিস্থাপনের পথে পা রাখেন৷
২) স্তনের আকৃতির বদল: অন্তঃসত্ত্বা হলে শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়। এর প্রভাব লক্ষ করা যায় স্তনেও। এই সময়ে স্তন ভারী হতে শুরু করে। অন্তঃসত্ত্বা হওয়ার গোড়ার দিকে যে লক্ষণ দেখে আপনি সতর্ক হতে পারেন, তা হল নরম অথচ ভারী স্তন।  প্রতীকী ছবি।
২) স্তনের আকৃতির বদল: অন্তঃসত্ত্বা হলে শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়। এর প্রভাব লক্ষ করা যায় স্তনেও। এই সময়ে স্তন ভারী হতে শুরু করে। অন্তঃসত্ত্বা হওয়ার গোড়ার দিকে যে লক্ষণ দেখে আপনি সতর্ক হতে পারেন, তা হল নরম অথচ ভারী স্তন।  প্রতীকী ছবি।
advertisement

তবে অন্যান্য কসমেটিক্স পরিবর্তনের মতো ব্রেস্ট ইমপ্ল্যান্টের ক্ষেত্রেও কিছু সতর্কতা আগে থেকেই নিতে হয়৷ তবে প্রশ্ন ঘিরে থাকে এই প্রতিস্থাপনকে৷ এই প্রতিস্থাপন কি নিরাপদ? স্তন প্রতিস্থাপন থেকে কি ক্যানসার হয়? প্রতিস্থাপনের পর কি তা স্বাভাবিকের মতো দেখতে লাগে?

প্রথমেই জেনে নেওয়া যাক, দু’ রকমের ব্রেস্ট ইমপ্ল্যান্ট হয়৷ স্যালাইন ইমপ্ল্যান্টস এবং সিলিকন ইমপ্ল্যান্টস৷ সিলিকন ইমপ্ল্যান্টস প্রক্রিয়াই বেশি জনপ্রিয়৷

advertisement

আরও পড়ুন : স্যালাড থেকে চিপস-তৈরির আগে ছুরি দিয়ে কেটেই চলেন সব্জি, কিন্তু জানেন কি কোন কাটিংয়ের কী নাম?

ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনলজি ইনফরমেশন-এর রিপোর্ট অনুযায়ী, সিলিকন ব্রেস্ট ইমপ্ল্যান্টের ফলে ক্যানসারের মতো জটিল অসুখ হয় না৷ পরবর্তী সময়ে সন্তান প্রসবেও কোনও অসুবিধে নেই৷ তবে ব্রেস্ট ইমপ্ল্যান্টসের ফলে কিছু সমস্যা যেমন ব্রেস্ট পেইন, ব্রেস্ট সেনসেশন, নিপল সেনসেশনের মতো শারীরিক সমস্যা হতে পারে৷

advertisement

আরও পড়ুন : বাহুমূল থেকে গোপনাঙ্গ, জানুন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে গরমে পরিচ্ছন্ন থাকার উপায়

আরও পড়ুন : মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে মৎস্যকন্যা হয়ে গেলেন সানি লিওনে, দেখুন ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

ইমপ্ল্যান্টের পরও সন্তানকে স্তন্যপান করাতে সমস্যা হয় না অনেক মহিলার৷ তবে কারওর কারওর অবশ্য সমস্যা হতে পারে৷  অন্যান্য জটিলতার মধ্যে থাকে স্তনে সংক্রমণ এবং ইমপ্ল্যান্ট রাপচার অর্থাৎ যেক্ষেত্রে সিলিকন জেল বেরিয়ে আসে৷ কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে সংশ্লিষ্ট অংশের ফাইব্রোয়াস টিস্যু৷ টিস্যুগুলি সঙ্কুচিত হয়ে পড়তে পারে৷ ব্রেস্ট ইমপ্ল্যান্ট মূলত নিরাপদ এবং ভয়ঙ্কর কোনও পরিণতি নেই৷ তবে সম্ভাব্য জটিলতা নিয়ে সতর্ক থাকতে হবে বলেই মত বিশেষজ্ঞদের৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Breast Implant : প্রতিস্থাপনের পর শিশুকে স্তন্যপান করানো যায়? কতটা নিরাপদ ব্রেস্ট ইমপ্ল্যান্ট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল