আরও পড়ুন Model Viral Video:রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন মদ্যপ মডেল, সেনা বাহিনীর গাড়িতে মারছেন লাথি!
১ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওটি এখন বেশ চর্চায়৷ দেখা যাচ্ছে একটু খোলা মেলা পরিবেশে কয়েকজন রয়েছেন ফুরফুরে মেজাজে৷ সেখানে তাদের সঙ্গে রয়েছে একটি পোষ্য ঘোড়াও৷ সকলের সঙ্গে সেও বেশ মজায় রয়েছে৷ বোঝাই যাচ্ছে যে, হলিডে মুডে রয়েছেন সকলে৷ সেখানে বসে চলছে গল্প-আড্ডা, আর সঙ্গে মাঝেমাঝে চিপসে কামড়৷ বাদ যাচ্ছে না ঘোড়াও৷ মাঝে মধ্যে ঘোরার মুখেও উঠছে চিপস৷ আর তাতেই সে দারুণ খুশি৷
advertisement
বাদামি রঙের ঘোড়া৷ এতটাই পোষ মানা যে সকলের সঙ্গে দেখে তাকে মনে হয় যেন সেও এই বাড়ির সদস্য! বাড়ির মালকিন তার মা! সেই মায়ের হাত থেকেই একের পর এক চিপস উঠছে ঘোড়ার মুখে৷ আর সেই মুখোরচোক চিপস বেশ পছন্দ হয়েছে ঘোড়ার৷ তাই তো সে খাচ্ছে আর আনন্দে হাসছে৷ যা দেখে উপস্থিত সকলে খুব মজা পয়েছেন৷ একজন তো বলেই উঠেছে, মনে হয় মায়ের হাতের এই চিপস ওর দারুণ পছন্দ হচ্ছে! আর এতে উঠেছে হাসির রোল!
কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছে, তা সঠিক করে জানা যায়নি৷ তবে বিদেশেই যে এমনভাবে সকলে মিলে মজা করছেন, তা বোঝা গিয়েছে৷ ঘোড়র এমন হাবভাবের ফলে সকলের নজর গিয়েছে ঘোরার দিকেই৷ কারণ তার হালচাল দেখতেই ব্যস্ত সকলে৷ একেবারে মাথা ঝুঁকিয়ে মহিলার প্লেট থেকে চিপস তুলে তুলে মুখে পুরছে ঘোড়া! পাশে একটি কুকুরও রয়েছে৷ তবে সে বেশ চুপচাপ৷ উল্টে ঘোড়া কাণ্ড কারখানা দেখে সেও অবাক! কারণ তার এসব খাবারে মন নেই৷ সকলের হাসি দেখে অবাক চোখে তাকিয়ে পোষ্য কুকুর! সব মিলিয়ে এক মজার পরিবেশ তৈরি হয়েছে৷
যার হাত থেকে চিপস খাচ্ছে ঘোড়া, সেই মহিলাও বলেছেন, এটা খুবই মজার!
