খুব সহজে ঘরোয়া টোটকাতেই দূর হতে পারে নতুন জুতো পরে পায়ে ফোস্কা পড়া বা পা কেটে যাওয়ার মতো সমস্যা৷ এবার পুজোয় মনের মত জুতো কিনুন, আর ফোস্কা এড়াতে নীচের টিপস গুলি মেনে চলুন৷ ফোস্কার ব্যথা কমাতে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাতে পারেন৷ এমনটাই জানাচ্ছে হেল্থলাইন৷
এছাড়া ফোস্কার জায়গায় অ্যালোভেরা লাগালেও বেশ আরাম পাওয়া যায়৷ পাশপাশি জুতো কেনার সময় ভাল মানের জুতো কিনবেন৷ কেনার সময় পরে একটু চলে দেখে নিন৷ পায়ে কোনওরকম সমস্যা বোধ করলে সেই জুতো কিনবেন না৷
advertisement
নতুন জুতো পরে পা কেটে গেলে, বা ফোস্কা পড়লে ক্ষতস্থানে নারকেল তেলও লাগাতে পারেন৷ ময়শ্চারাইজ করার পাশাপাশি নারকেল তেল ক্ষত স্থান দ্রুত সারিয়ে তোলে৷ নারকেল পাতা থাকলে সেগুলি পুড়িয়ে তার ছাই নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ক্ষতস্থানে লাগান। এতে ক্ষত দ্রুত সেরে যাবে এবং দাগও থাকবে না।
নতুন জুতো পরে পা কেটে গেলে ক্ষতস্থানে মধুও লাগাতে পারেন৷ মধু ক্ষতস্থান সারিয়ে তোলার পাশাপাশি জ্বালাপোড়া ভাবও কমায়৷ চাইলে অলিভ অয়েলের সাথে মধু মিশিয়ে ক্ষতস্থানে লাগাতে পারেন।
আরও পড়ুন: ল্যাপটপ, কম্পিউটার, ফোনে কাটছে সময়, বাড়ছে ঘাড়ে ব্যথা! রইল কমানোর ঘরোয়া টোটকা
ফোস্কা বা জুতোর কারণে পা কেটে গেলে ক্ষতস্থান সারাতে চালের আটাও লাগাতে পারেন৷ চালের আটা শুধুমাত্র খাবার কাজেই নয়, ক্ষতস্থান মেরামতিতেও কাজে লাগে৷
ডেড স্কিন পরিষ্কার করতে এটি খুবই কার্যকরী। প্রয়োজন অনুযায়ী চালের আটা জলে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ফোস্কা পড়া জায়গায় এটি কিছুক্ষণ লাগিয়ে রেখে শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন৷ সপ্তাহে দুই থেকে তিনবার এভাবে করলে দাগ উঠে যাবে।