TRENDING:

বদহজম? ঘরেই আছে দাওয়াই !

Last Updated:

মাঘ পড়তেই রোজ রোজ বিয়ের নিমন্ত্রণ ৷ তেলে ঝোলে পেটের অবস্থা কাহিল ৷ রোজ রাতেই বদহজম! রান্নাঘরে উঁকি মারুন ৷ ওখানেই আছে দাওয়াইয়ের খনি ৷ চট করে গ্যাস, অম্বল, বুকজ্বালা থেকে মুক্তি পেতে, আপনার রান্নাঘরেই রয়েছে দারুণ ওষুধ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মাঘ পড়তেই রোজ রোজ বিয়ের নিমন্ত্রণ ৷ তেলে ঝোলে পেটের অবস্থা কাহিল ৷ রোজ রাতেই বদহজম! রান্নাঘরে উঁকি মারুন ৷ ওখানেই আছে দাওয়াইয়ের খনি ৷ চট করে গ্যাস, অম্বল, বুকজ্বালা থেকে মুক্তি পেতে, আপনার রান্নাঘরেই রয়েছে দারুণ ওষুধ ৷
advertisement

১) তৈলাক্ত খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খাবেন না ৷ বরং গরম পানীয়, যেমন চা, কফি বা উষ্ণ জল পান করুন ৷

২) উষ্ণ জলের সঙ্গে কিছুটা পরিমাণ বিটনুন মিশিয়ে খেয়ে নিন ৷ মিনিটে অম্বল হবে হাপিস ৷

৩) জোয়ানের সঙ্গে কিছুটা পরিমাণ বিটনুন মিশিয়ে খেয়ে ফেলুন ৷ ভালো করে চিবিয়ে খাওয়ার পর, উষ্ণ জল খেয়ে নিন ৷ বদহজম গায়েব ৷

advertisement

৪) পাতিলেবুর রসের সঙ্গে কিছুটা পরিমাণ খাবার সোডা ও জল মিশিয়ে খেতে পারেন ৷ চটজলদি আরাম মিলবে অম্বল থেকে ৷

৫) বাড়িতে কোল্ড ড্রিংক থাকলে, তার সঙ্গে বিটনুন মিশিয়ে খেয়ে ফেলুন ৷

প্রচুর পরিমাণ জল খান ৷

৬) খালি পেটে রোজ এক টুকরো করে কাঁচা হলুদ খেলে রোজকার অম্বল, বুকজ্বালা, অ্যাসিড থেকে মুক্তি পাবেন ৷

advertisement

৭) ঘুম থেকে উঠে খালি পেটে জল খান ৷ এতে লিভার ভালো থাকবে ৷

বেশি রাত করে ডিনার না করাই ভালো ৷

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

৮) বিয়ে বাড়িতে পার্টিতে স্যালাডজাতীয় খাবার এড়িয়ে চলুন ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বদহজম? ঘরেই আছে দাওয়াই !