TRENDING:

এই দীপাবলিতে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু মকটেল !

Last Updated:

এই দীপাবলিতে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু মকটেল !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এই মকটেলটি বানাতে মোট পাঁচটা উপাদান লাগবে। ১.৫ আউন্স ক্লাব সোডা, ৪-৫ টুকরো শসাকুচি, ১ আউন্স লাইম জ্যুস এবং ১ আউন্স সিরাপ।
advertisement

এই পাঁচটি উপাদানকে নিয়ে প্রথমেই মিশিয়ে ফেলুন একসাথে। এরপর বরফ দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে ঝাঁকান পানীয়টি। ঝাঁকানো সম্পূর্ণ হলে, বরফকুচি ভর্তি একটা গ্লাসে পানীয়টি ঢেলে নিন। এরপর একটি শসার স্লাইস নিয়ে ভালো করে গার্নিশ করে নিন।

মাউন্টেন মোহিতো মকটেল

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই মকটেলটি তৈরি করতে লাগবে ০.৫ আউন্স লাইম জ্যুস, ০.৫ আউন্স আগাভে, ০.৫ কমলালেবুর রস (ব্লাড ওয়াটার পুরী), ৪টে পুদিনা পাতা এবং কিছুটা সোডাওয়াটার। প্রথমে পুদিনাপাতা, লাইম জ্যুস ও আগাভেকে মিশিয়ে বেশ কিছুক্ষণ ঘেঁটে নিতে হবে একটা গ্লাসে। এরপর কিছু বরফ এবং বাকি উপাদানগুলো মিশিয়ে নিয়ে সোডাওয়াটার দিয়ে দিন। শেষে পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিলেই তৈরি হয়ে যাবে এই মকটেল।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এই দীপাবলিতে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু মকটেল !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল