TRENDING:

Home Decor Tips: বাড়ির মেঝেয় ল্যামিনেট ফ্লোরিং করানোর কথা ভাবছেন? তাহলে এই তথ্যগুলো জেনে রাখা ভাল

Last Updated:

সব রকমের ফ্লোরিং-এর মতো ল্যামিনেট ফ্লোরেরও কিছু সুবিধা ও অসুবিধা আছে। তাই বাড়িতে এই জাতীয় ফ্লোর করার আগে সেগুলো জেনে রাখা ভাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘর সাজানো বা নতুন বাড়ি সাজিয়ে তোলা একটি গুরুত্বপূর্ণ কাজ। এর মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ হল বাড়ির মেঝে বা ফ্লোর কেমন হবে সেটা ঠিক করা। কারণ এর উপরে ঘরের সৌন্দর্য এবং রুচির প্রকাশ পাওয়া যায়। আজকাল ঘরে ঘরে ল্যামিনেট ফ্লোরিং-এর প্রবণতা অনেক বেড়েছে। এগুলো করতে খুব একটা বেশি খরচ লাগে না এবং এগুলো ইনস্টল করাও খুব সহজ। শুধু তাই নয়, এই জাতীয় ফ্লোরের মসৃণ ফিনিশিং ঘরের শোভা বৃদ্ধি করে। সম্ভবত এই কারণেই সবাই এখন ল্যামিনেট করা মেঝে পছন্দ করেন। ল্যামিনেট ফ্লোরিং হল একটি হাইব্রিড মেঝে যা পার্টিকেলবোর্ড কাঠ থেকে তৈরি।
advertisement

কিন্তু অন্যান্য সব রকমের ফ্লোরিং-এর মতো ল্যামিনেট ফ্লোরেরও কিছু সুবিধা ও অসুবিধা আছে। তাই বাড়িতে এই জাতীয় ফ্লোর করার আগে সেগুলো জেনে রাখা ভাল।

আরও পড়ুন - কাড়ি কাড়ি ওষুধ ফেল! হাজার চেষ্টাতেও ব্লাড সুগার কন্ট্রোল হয় না, চমকপ্রদ 'ফল' দেবে এই 'ফুল'!

ল্যামিনেট ফ্লোরের সুবিধা

advertisement

এই মেঝে খুব টেকসই। সাধারণ কাঠ ক্ষয়ে যায়। কিন্তু এই জাতীয় ফ্লোরে স্ক্র্যাচ বা ক্ষয় খুব কম হয়।

এই মেঝে পরিষ্কার করতে বেশি পরিশ্রমের দরকার হয় না। ভ্যাকুয়াম ক্লিনার বা ঝাঁটা দিয়ে অনায়াসেই এই মেঝে সাফ করা যায়।

এই মেঝে তৈরি করার খরচ অনেক কম।

এই ফ্লোর ইনস্টল করা খুব সহজ। একে ফ্লোটিং উডেন ফ্লোরও বলা হয়।

advertisement

আরও পড়ুন - ব্লাড সুগার থেকে বাঁচতে চান? মেনে চলুন এই কয়েকটি টোটকা, রক্তে চিনি কমবেই

ল্যামিনেট ফ্লোরের অসুবিধা

ভুল ফ্লোর ক্লিনার ব্যবহার করলে এই জাতীয় মেঝে নষ্ট হয়ে যেতে পারে।

স্যাঁতস্যাঁতে বা ভেজা জায়গায় এই মেঝে বেশি দিন টেঁকে না। তাই বাথরুমে এই ফ্লোর করা যায় না।

advertisement

কম আর্দ্র অবস্থায় এই মেঝে খুব ভাল থাকে। তাই রান্নাঘর বা বসার ঘর, যেখানে মোছার প্রয়োজন বেশি সেখানে এই মেঝে খুব একটা কাজে দেয় না।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই জাতীয় ফ্লোরে স্ক্র্যাচ পড়ে না। কিন্তু কোনও গভীর দাগ পড়লে সেটা ঠিক করা যায় না।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home Decor Tips: বাড়ির মেঝেয় ল্যামিনেট ফ্লোরিং করানোর কথা ভাবছেন? তাহলে এই তথ্যগুলো জেনে রাখা ভাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল