দোলের দিনে সুতির শাড়ি। পলাশ। আবিরে রাঙা মুখ। এমনই দেখা যায় বাঙালি বাড়িতে। শাড়ি পরে দোল খেলায় অনেকেই স্বচ্ছন্দ নন। তাই আলমারি থেকে বের হয় চুড়িদার, কুর্তা। দোলের সাজে রঙিন গয়না বেছে রাখা থাকে আগের দিনই। নানা রঙের পাথর কিংবা পুঁতির হার যেমন মানানসই, তেমন রঙিন কাঠের চুড়িও দেখাবে বেশ। ফুরফুরে সাদা জামার সঙ্গে কানে, হাতে, গলায় রং থাকলে দোলের সাজ হয়ে উঠবে জমজমাট (Holi 2022 Fashion)।
advertisement
কী পরা যায়?
বসন্তে আগুন রঙা পলাশে ঢেকে থাকে মাঠ ঘাট। সেই সঙ্গে শালগাছের নতুন ফুল আর পাতার গন্ধে মেতে ওঠে চারিদিক। আর এই পরিবেশের সঙ্গে দারুণ মানায় সুতি কিংবা হ্যান্ডলুমের যে কোনও পোশাক। শাড়ি থেকে পাঞ্জাবি সবই চলে। বেছে নেওয়া যায় নীল, লাল, হলুদ, সবুজের মতো উজ্জ্বল রঙ। পরা যায় সাদাও (Styling Tips for Holi 2022)।
আরও পড়ুন-'সত্যিকারের প্রেম' খুঁজতে ৫০ বছর লেগে গেল এই কোটিপতির! অবশেষে চতুর্থবার বিয়ে করতে চলেছেন
বছরের পর বছর ধরে সিনেমার পর্দায় হোলির পোশাক হিসেবে বেছে নেওয়া হয় সাদা রঙকেই। আর সেই ট্র্যাডিশন এখনও চলেছে। এতদিন মেয়েরা সাদা সালোয়ার আর ছেলেরা সাদা পাজামা পাঞ্জাবিই পছন্দ করতেন। তবে এখন দিন বদলেছে। হোলি সেলিব্রেশনের জন্য আগেভাগেই সাদার উপর থিম টিশার্ট বানিয়ে নিচ্ছেন অনেকেই।
তবে ফ্যাশন মানেই ট্যুইস্ট। তাই হোলিতে নিজের সাজপোশাকে আলাদা মাত্রা যোগ করতে পারলে তো সোনায় সোহাগা।
টুপি এবং স্কার্ফ: গরম বাড়ছে। তাই উপর হোলির দিন সারা দিন ধরে টইটই। তাই মাথায় থাকুক টুপি। রোদ থেকে তো বাঁচাবেই সঙ্গে রঙের ক্ষতিকারক রাসায়নিক থেকে রক্ষা করবে চুলকেও। একইসঙ্গে গলায় স্কার্ফ জড়িয়ে নেওয়া যায়। রোদ আর রঙ থেকে সুরক্ষা মিলবে সঙ্গে ফ্যাশনেও অন্য মাত্রা যোগ করা যাবে।
আরও পড়ুন-শাস্তির নামে জুনিয়রকে নগ্ন করলেন সিনিয়র ডাক্তার! একের পর এক অভিযোগ সামনে এল তার বিরুদ্ধে
ফ্লিপ ফ্লপ: হোলিতে ভুলেও বুট বা স্নিকার পরা চলবে না। জল, রঙে ভিজে একশা হবে। ত্বকেরও ক্ষতি করবে। তাই সঙ্গে থাকুক রঙিন ফ্লিপ ফ্লপ। এতে স্বাচ্ছন্দ্য মিলবে।
চুলের স্টাইল: খোঁপা করাই বেস্ট। খোলা চুলে রঙ খেলার বহু দৃশ্য আমরা টিভির পর্দায় দেখেছি। দেখতে ভালোও লাগে। কিন্তু বাস্তবে সেটা মোটেও সুখকর নয়। রঙ, আবির লেগে চুলের বারোটা বাজতে সময় নেবে না। তাই খোঁপা করাই ভালো। পনিটেল করে নেওয়াও যায়।
