১ দিনে অন্তত দু’বার দাঁত মাজুন ৷
২ দাঁত মাজার সময় উষ্ণজল ব্যবহার করুন ৷
৩ দাঁত মাজার সময় ব্রাশের স্ট্রোক রাখুন উপর-নীচে ৷
৪ ব্রাশ করা হয়ে গেলে ভালো করে মুখ ধুয়ে ফেলুন
৫ চা, কফি ক্যাফিনযুক্ত পানীয় খাওয়ার পর মুখ ঢুয়ে নিন ৷
৬ পকেটে চুইয়িং গাম রাখুন৷ সুযোগ ফেলেই মুখে ফেলুন ৷ লাঞ্চ বা ডিনার করা পর চুইয়িংগাম চিবিয়ে নিতে পারেন৷
advertisement
৭ রাতে শোবার আগে অবশ্যই দাঁত ব্রাশ করুন ৷ ফ্লশ ব্যবহার করতে ভুলবেন না ৷
৮ রোজ একটা করে আপেল খান ৷ এতে দাঁত ভালো ও ঝকঝকে থাকবে ৷
সপ্তাহে একদিন টমেটো দিয়ে দাঁত মাজুন ৷
৯ চটজলদি ঝকঝকে দাঁত পেতে হলে, ব্রাশের মধ্যে খাবার সোডা নিয়ে দাঁত ব্রাশ করুন৷ উষ্ণজলে মুখ ধুইয়ে নিন৷
১০ ব্রাশ করার পর হালকা হাতে দাঁতের মাড়ি মাসাজ করতে ভুলবেন না ৷
১১ প্রচুর পরিমাণে জল খান ৷
১২ চকোলেট, মিষ্টি জাতীয় খাবারের পর মুখ ধুয়ে নিন ৷
