TRENDING:

কোলেস্টেরল থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি? একদম অবহেলা করবেন না, অবশ্যই জানুন

Last Updated:

দেহে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত হয়ে গেলেই বিভিন্ন সমস্যা দেখা দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দেহে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে একাধিক সমস্যা দেখা দেয়। হজমের জন্য বা ভিটামিন ডি ও বিভিন্ন হরমোন তৈরিতে কোলেস্টেরলের প্রয়োজন হয়। কিন্তু দেহে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত হয়ে গেলেই বিভিন্ন সমস্যা দেখা দেয়। শরীরে ভাল ও খারাপ দুই ধরনের কোলেস্টেরল পাওয়া যায় ।
advertisement

এলডিএল কোলেস্টেরল অর্থাৎ খারাপ কোলেস্টেরল ধমনিতে জমা হয় এবং নানাভাবে ক্ষতি করতে পারে। অন্যদিকে এইচডিএল অর্থাৎ ভাল কোলেস্টেরল শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এমন পরিস্থিতিতে উচ্চ কোলেস্টেরল শরীরে কতটা প্রভাব ফেলতে পারে তা জানা জরুরি।

আরও পড়ুন: মায়োসাইটিসে আক্রান্ত সামান্থা প্রভু, এই রোগের চিকিৎসা ও ডায়েট কী? রইল চিকিৎসকের মত

advertisement

হেলথলাইন অনুসারে, দেহে সঠিক মাত্রায় কোলেস্টেরল থাকলে স্নায়ু কোষের বিকাশ হয় এবং সুরক্ষিত রাখে। কিন্তু কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে মন দূর্বল হতে থাকে খাবার খাওয়া থেকে শুরু করে কথা বলা পর্যন্ত সবকিছুতেই সমস্যা দেখা যায় ।

কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির কারণে রক্তনালী এবং ধমনি বন্ধ হয়ে যেতে পারে, যা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এর পাশাপাশি, ধমনিতে রক্তপ্রবাহে বাধার কারণে চোয়ালে ব্যথার সমস্যাও হতে পারে, যা হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ।উচ্চ কোলেস্টেরলের মাত্রা হার্ট এবং মস্তিষ্ক উভয়ের উপরই খারাপ প্রভাব ফেলে, যার কারণে স্মৃতিশক্তির সমস্যা বেড়ে যেতে পারে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

অনেক সময় কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণে পিত্তথলির সমস্যা দেখা দিতে পারে। পেটে ব্যথা তার লক্ষণ, সন্দেহ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এলডিএল কোলেস্টেরল জমে ধমনীতে বাধা সৃষ্টি করতে পারে, যা শরীরের রক্ত ​​প্রবাহেও ব্যাঘাত ঘটায়। এ কারণে হাত-পা অসাড় হয়ে যায় এবং ব্যথার সমস্যাও হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কোলেস্টেরল থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি? একদম অবহেলা করবেন না, অবশ্যই জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল