ভিটামিন সি সমৃদ্ধ হিবিসকাস টি শরীরে কোলাজেনের যোগান বজায় রাখে ৷ এই উপাদানের ফলে ত্বক ঝকঝকে থাকে ৷ চেহারায় জেল্লা ধরে রাখে৷
হিবিসকাস টি শরীরকে ডিটক্স করে হাইড্রেটেড রাখে ৷ রক্ত সংবহন প্রক্রিয়া ঠিক থাকে ৷ ফলে ত্বক চেহারায় তারুণ্য ধরে রাখে ৷
ভিটামিন সি, বিটা ক্যারোটিনে মতো অ্যান্টি অক্সিড্যান্ট থাকায় ত্বকের সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যায় ৷ এই চা পানের ফলে ত্বকে দূষণের ছাপও পড়ে না ৷
advertisement
হিবিসকাস টি অ্যামিনো অ্যাসিডে ভরপুর ৷ ফলে চুলের গোড়া মজবুত থাকে ৷ ঘন, কালো চুল আপনার অহঙ্কারের কারণ হয় ৷
চুল পরিষ্কার করার জন্যেও বেছে নিতে পারেন হিবিসকাস টি-কে ৷ জবাফুলের চা দিয়ে ধুয়ে নেওয়ার পর চুলে দিন কন্ডিশনারের পরশ ৷ এর ফলে খুসকি দূর হয় ৷ চুল থাকে জটমুক্ত ৷
সাধারণত জবাফুলের পাপড়ি শুকিয়ে চা তৈরি করা হয় ৷ হিবিসকাস টি পান করার পাশাপাশি ব্যবহার করুন রূপটানেও ৷