TRENDING:

Hero Alom: ‘টাইটানিক’ এর গান গাইছেন হিরো আলম! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়া তোলপাড়! শুনুন...

Last Updated:

Hero Alom: নতুন গানের অনুরোধ আসছিল। টাইটানিক ছবির গানটি বেশ জনপ্রিয়। তাই প্রেম দিবসে এই গানটাই গাইলেন হিরো আলম। আর মুহূর্তে তা হয়ে গেল ভাইরাল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা : ফের একবার নেটপাড়া কাঁপাচ্ছেন হিরো আলম (Hero Alom)। এবার হিরোর গানের ধামাকা। হ‍্যাঁ, আবার একটি গান গেয়ে সোশ‍্যাল মিডিয়ায় ভিডিও (Hero Alom Singing Titanic Song) শেয়ার করেছেন তিনি, যা নিয়ে এই মুহূর্তে চলছে তুমুল আলোচনা আর হাসির ফোয়ারা। এবার আর হিন্দি বা বাংলা গান নয়। সোজা ইংরেজিতে লাফ দিয়েছেন হিরো আলম (Hero Alom Viral Video)। ‘টাইটানিক’ এর কালজয়ী গান ‘এভরি নাইট ইন মাই ড্রিম’ গেয়ে শুনিয়েছেন তিনি।
ঝড়ের গতিতে ভাইরাল হিরো আলমের গান!
ঝড়ের গতিতে ভাইরাল হিরো আলমের গান!
advertisement

আরও পড়ুন: হালকা চুমু বিশেষ স্থানে! নাকি ঠোঁটঠাসা? উড়ন্ত চুমুতেই বাজিমাত, ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীকে এই ভাবেই পাগল করুন...

তবে গায়ক যে খোদ হিরো আলম। তাই একটু যে ট্রোল হবে, সেকথা বলা বাহুল‍্য। শুধু গান নয়, আস্ত একটি ভিডিও বানিয়ে ফেলেছেন বাংলাদেশি নায়ক। সেখানে নায়িকা রয়েছেন। তাঁর সঙ্গে টাইটানিকের জ‍্যাকের মতোই রোম‍্যান্স করতে দেখা গিয়েছে হিরো আলমকে (Hero Alom Singing Titanic Song)। কিন্তু ভিডিও দেখে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় নেটিজেনদের।

advertisement

নেটিজেনদের অনেকেই কমেন্ট করেছেন সব মজাদার। কেউ লিখেছেন, হিরো আলমের (Hero Alom) টাইটানিক গান শুনে কেঁদে বুক ভাসিয়ে দিয়েছেন কেউ করেছেন কটাক্ষ, রাতে ঘুম না আসলে এই গান শুনলে মানুষ চিরনিদ্রায় চলে যাবে। আরেকজনের দাবি, লিওনার্ডো ডি ক‍্যাপ্রিওর টাইটানিকের জন‍্য অস্কার না পাওয়ার দুঃখ এবার ঘুচে যাবে। হিরো আলমই (Hero Alom Singing Titanic Song) অস্কার নিয়ে আসবেন।

advertisement

যদিও এত সহজে হাল ছাড়ার পাত্র নন হিরো আলম। তিনি জানান, তাঁর কাছে নতুন গানের অনুরোধ আসছিল। টাইটানিক ছবির গানটি বেশ জনপ্রিয়। তাই প্রেম দিবসে এই গানটাই গাইলেন তিনি। হিরো আলমের বক্তব‍্য, তিনি পেশাদার শিল্পী নন। তবুও গান গাওয়ার চেষ্টা করেন। অন‍্যান‍্য গানের মতো এটাও ভাইরাল (Hero Alom Viral Video) হোক এটাই চান হিরো আলম।

advertisement

আরও পড়ুন: এক দুই নয়, একসঙ্গে ৫০ রকমের চপ! বেনু দা'র 'চপ'-চমকে তোলপাড় পূর্ব মেদিনীপুর..

এর আগে ‘পুষ্পা’র শ্রীভল্লি গানটি গেয়ে ভিডিও বানিয়েছিলেন হিরো আলম (Hero Alom)। কিন্তু তাঁর গান শুনে প্রশংসার থেকে বেশি ট্রোল হয়েছে নেটদুনিয়ায়। ইউটিউবের কমেন্ট বক্স ভরে গিয়েছে মজাদার মন্তব‍্যে। কয়েকজন আবার রীতিমতো কুৎসিত ট্রোলও করেছেন হিরো আলমকে (Hero Alom Viral Video)। একজন লিখেছেন, ‘গানটিকে সভ‍্য, সুন্দর ও ভদ্রভাবে ধর্ষণ করার জন‍্য আপনাকে জনগণের পক্ষ থেকে অভিনন্দন। আপনি লেজেন্ড।’

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hero Alom: ‘টাইটানিক’ এর গান গাইছেন হিরো আলম! ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়া তোলপাড়! শুনুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল