কেন এমন হয়? এই প্রবণতা কি কোনও রোগের লক্ষণ? বিশেষজ্ঞদের মতে, এমন অদ্ভুত আকর্ষণ শিশুদের এবং অন্তঃসত্ত্বা মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। শুধু চকই নয়, অনেকেই মাটি, কাগজ, পেনসিলের শিস, চুল, সাবানও খেয়ে নেয়। এই ধরনের প্রবণতা কারও মধ্যে অতিরিক্ত পরিমাণে দেখা দিলে বুঝতে হবে তার শরীরে আয়রনের ঘাটতি হচ্ছে। সেক্ষেত্রে শরীরে আয়রনের পরিমাণ পরীক্ষা করে দেখার পরামর্শ দেন চিকিৎসকেরা।
advertisement
আরও পড়ুন: কম ঘুমোলে বিপদ, বেশি ঘুমোলে আরও বিপদ! ঘুমের 'পারফেক্ট' সময় জানুন
প্রকাশ্যে রোগের কোনও লক্ষণ না দেখা গেলেও, এটি রোগ। একে বলে 'পিকা'। খাবার নয় এমন জিনিস খেয়ে নেওয়ার প্রবণতাই পিকা। মানুষের খাওয়ার অযোগ্য এমন যে কোনও জিনিসের প্রতিই এমন আকর্ষণ তৈরি হতে পারে। রক্তে লোহিত কণিকা, জিঙ্ক, আয়রনের ঘাটতিই এর সবচেয়ে বড় কারণ। নিশ্চিত ভাবে কোনওটিই প্রমাণিত নয়, তবে প্রাথমিক ভাবে চিকিৎসকদের ধারণা, আয়রনের ঘাটতিই পিকা রোগের জন্ম দেয়।
আরও পড়ুন: কুসুমে রক্তের দাগ খেয়াল করেছেন কখনও? এমন ডিম খেলে কী হয় জানুন
চিকিৎসকদের দাবি, মানসিক সমস্যা, স্কিৎজোফ্রেনিয়া, ওসিডি-র মতো রোগেও চক খাওয়ার প্রবণতা তৈরি হয়ে থাকে। এই রোগের কোনও নির্দিষ্ট ওষুধ বা চিকিৎসা নেই। ফলে কারও মধ্যে এই ধরনের জিনিস খেয়ে নেওয়ার প্রবণতা অতিরিক্ত মাত্রায় দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দীর্ঘদিন এই অভ্যেস পেটের বড় সমস্যা ডেকে আনতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)