TRENDING:

Health Tips: টগবগিয়ে ফুটবে যৌবন...! শরীর থেকে নিংড়ে বার করবে সুগার, এভাবে খেলেই ডায়াবেটিসের খেলা শেষ, ওজন কমানোর 'ব্রহ্মাস্ত্র' এটাই

Last Updated:

Health Tips: একাধিক রোগের মহৌষধ এই পাতা৷ পান পাতা ভেবে অনেকেই ভুল করে থাকেন৷ তবে এটি কিন্তু পান পাতা নয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একাধিক রোগের মহৌষধ এই পাতা৷ পান পাতা ভেবে অনেকেই ভুল করে থাকেন৷ তবে এটি কিন্তু পান পাতা নয়৷ গিলয়কে অমৃতও বলা হয়। আয়ুর্বেদে একে অমৃতের মতোই মূল্যবান বলা হয়েছে। আয়ুর্বেদ চিকিৎসক ডা. পঙ্কজ কুমার লোকাল ১৮-এর সঙ্গে সাক্ষাৎকারে জানান যে, আয়ুর্বেদের ক্ষেত্রে গিলয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। ভারতের সমস্ত ওষুধের মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত গিলয় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। গিলয়কে কোথাও অমৃত, আবার কোথাও ছিন্নরোহাও বলা হয়ে থাকে।
টমেটোর জুস কিভাবে উপকার করে? এই জুসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা শরীর থেকে টক্সিন বের করে দেয়। বিশেষ করে সকালে খালি পেটে এটি খেলে পেট পরিষ্কার থাকে এবং হজম ক্ষমতা বাড়ে।
টমেটোর জুস কিভাবে উপকার করে? এই জুসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা শরীর থেকে টক্সিন বের করে দেয়। বিশেষ করে সকালে খালি পেটে এটি খেলে পেট পরিষ্কার থাকে এবং হজম ক্ষমতা বাড়ে।
advertisement

গিলয়কে ছোট ছোট টুকরা করে ঘরের বাইরে কোথাও রাখলে প্রতিটি টুকরো গাছে পরিণত হয়, তাই একে ছিন্নরোহা বলা হয়। গুমলার অধিকাংশ মানুষ একে গিলয় নামেই চেনে। এই গাছের পাতা দেখতে খানিকটা পানের পাতার মতো। এটি আয়ুর্বেদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ।

ডা. পঙ্কজ কুমার আমাদের বলেছেন যে, এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং পিত্ত নিরাময়ে ব্যাপক ভাবে ব্যবহৃত হয়। এছাড়াও এটি আমাদের রক্ত পরিষ্কার রাখতেও অত্যন্ত কার্যকরী। বর্ষাকালে যাঁদের শরীরের বিভিন্ন অংশে ফোঁড়া হয় তাদের জন্য এটি খুবই সহায়ক। এছাড়াও এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে এবং হজমশক্তি বাড়াতেও সহায়ক। গিলয়ের নির্যাস ভারতে তৈরি অনেক ওষুধে প্রাথমিক উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।

advertisement

গিলয় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, জ্বরে, ডায়াবেটিক রোগীদের জন্য, হজম শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর। শুধু শারীরিক নয়, মানসিক স্ট্রেস কমাতে, দৃষ্টিশক্তি উন্নত করতেও এটি সাহায্য করে।

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

যাঁদের হাঁপানি, বাত বা রক্তশূন্যতার মতো সমস্যা রয়েছে তাঁরা এটি ব্যবহার করতে পারেন। এটি পেটের চর্বি কমাতে এবং বয়স ধরে রাখতেও ব্যবহার করা হয়। তবে গিলয় সেবন করার আগে কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করাই ভাল।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: টগবগিয়ে ফুটবে যৌবন...! শরীর থেকে নিংড়ে বার করবে সুগার, এভাবে খেলেই ডায়াবেটিসের খেলা শেষ, ওজন কমানোর 'ব্রহ্মাস্ত্র' এটাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল