এই ধরনের অসুস্থতার ক্ষেত্রে খুব ভাল কাজ করে আয়ুর্বেদ। ঋতু পরিবর্তনের সময় যেসমস্ত রোগের সংক্রমণ হয়, তা প্রতিরোধের জন্য প্রকৃতিতেই রয়েছে অনেক ঔষধি গাছ। আসলে প্রকৃতি তার সম্ভারে সমস্ত সমস্যার সমাধান ধরে রেখেছে। এক সময় মানুষ প্রকৃতির কাছাকাছি থাকত বলে এই সব সম্পদের খোঁজ রাখত।
আরও পড়ুন: ছায়া দেখলে ভয় পান? মনে হয় মরে যাবেন? অনেকেই এই মারাত্মক রোগে ভুগছেন! জানুন
advertisement
তবে আয়ুর্বেদ চিকিৎসকরা মনে করেন, যাঁরা গলা এবং ফুসফুসের সংক্রমণে ভোগেন তাঁদের জন্য জোয়ানের পাতা খুবই উপকারী।
বাড়িতেই জোয়ান চাষ—
আয়ুর্বেদিক চিকিৎসকরা জানাচ্ছেন নিজেদের বাড়িতেই জোয়ান গাছ লাগানো যায়। এতে নিয়মিত পাতার জোগান পাওয়া সম্ভব হবে, আর তাতে শরীর থাকবে সুস্থ।
আরও পড়ুন: টয়লেটে এক চামচ নুন ফেলে দিলে কী হয় জানেন? এই চূড়ান্ত রহস্য জানলে মাথা ঘুরে যাবে!
সাধারণ বাড়ির পরিবেশেও জোয়ান গাছ চাষ করা সম্ভব। গাছের ডাল এনে লাগালেও গাছ বাড়তে শুরু করবে। যতক্ষণ মাটি কিছুটা আর্দ্র থাকে ততক্ষণ এই গাছ সজীব ও সতেজ থাকবে।
আসলে এই জোয়ান পাতার নানা গুণ। তাই তাকে নানা ভাবে নানা কারণে ব্যবহারও করা যায়। আয়ুষ কর্মকর্তারা জানাচ্ছেন, এই গাছের পাতা মূলত শীতকালে মানুষের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে খুবই উপকারী। মনে করা হয় যেকোনও বয়সের মানুষ এই গাছের গাছের দু’টি পাতা যদি সকাল ও সন্ধ্যায় খেতে পারেন, তাহলে অনেক রকম রোগ দূরে রাখা সম্ভব হতে পারে।
জোয়ান পাতার রস মূলত গলা ও ফুসফুসের রোগ সারাতে খুবই উপকারী। তবে জোয়ান গাছের পাতার রসে খানিকটা ঝাঁঝাল গন্ধ থাকে, আবার খানিকটা তিতকুটে ভাবও থাকে। তবে এটি সুস্বাদু। সেই স্বাদই গলা ও ফুসফুসের জন্য ভাল।