TRENDING:

বাড়ছে বিপদ, জেনে নিন ডেঙ্গি নিয়ে অজানা কিছু গুরুত্বপূর্ণ তথ্য

Last Updated:

ডেঙ্গির চরিত্রগত বেশ কিছু পরিবর্তনও চিকিৎসকদের চিন্তা বাড়িয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জ্বর নেই, শরীরে বাধা বেঁধেছে ডেঙ্গি।সহজে বোঝার উপায় নেই।তাই ঠিক সময়ে চিকিৎসাও শুরু হচ্ছে না। বাড়ছে বিপদ। কলকাতা ও সংলগ্ন এলাকায় এমনই বেশ কিছু ঘটনা ডেঙ্গি নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জ। তার উপর ডেঙ্গির চরিত্রগত বেশ কিছু পরিবর্তনও চিকিৎসকদের চিন্তা বাড়িয়েছে ৷
advertisement

ডেঙ্গি নিয়ে সম্প্রতি একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ এতদিন পর্যন্ত ডেঙ্গি নিয়ে যা যা মানুষ জানতে তার অনেকটাই এখন আলাদা বলে জানা গিয়েছে ৷

দিনে নয়, রাতেও দাপট ডেঙ্গি মশাদের। দাবি চিকিৎসকদের। যার জেরে বাড়ছে মৃত্যুও। এতদিন পর্যন্ত বলা হত কেবল দিনের বেলায় ডেঙ্গির মশা কামড়া ৷ তবে এটি ভুল ধারনা কারণ সন্ধের পর রাতেও সমান সক্রিয় ডেঙ্গির মশা৷

advertisement

কলকাতায় সারা বছর ডেঙ্গি হতে পারে ৷ সাধারণত বলা হয় শীত কালে ডেঙ্গি হয় না ৷ কিন্তু ডেঙ্গির মশা ১৬ থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকে ৷ কলকাতায় জানুয়ারি মাসে তাপমাত্রা ১৬ থেকে খুব কম দিনের জন্য নীচে থাকে ৷

আগে অন্ধকার জায়গায় ডেঙ্গির মশা থাকত ৷ এখন আলো রয়েছে এমন জায়গাতেও জন্মায় ডেঙ্গির মশা ৷

advertisement

আগে কেবল গ্রাউন্ড ফ্লোরে ডেঙ্গির মশা জন্মাত ৷ এখন ছাদেও জন্মাছে ডেঙ্গির মশা ৷ ১৯৫৬ সালে গোটা বিশ্বে ৯০৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ৷ এখন সেই সংখ্যা ৩৯ কোটি ৷ ১৯৭০ সালে ৯টি দেশে ডেঙ্গিতে আক্রান্ত ছিল ৷ এখন ১২৮ ৷

জ্বর, খিঁচুনি, পেটখারাপ, বমিভাব সাধারণত ডেঙ্গির উপসর্গ বলে মনে করা হয় ৷ বয়স্ক, ডায়াবেটিক, অস্বাস্থ্যকর পরিবেশে থাকা মানুষদের ক্ষেত্রে এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

ডেঙ্গি সেরে যাওয়ার পরও শরীরের বিভিন্ন ইনফেকশন হচ্ছে ৷ ব্রেন ও হার্টে অ্যাটাক করছে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাড়ছে বিপদ, জেনে নিন ডেঙ্গি নিয়ে অজানা কিছু গুরুত্বপূর্ণ তথ্য