ঘা যদি না ঠিক হয়
অনেকেরই মুখে এবং ঠোঁটে ঘা হতে দেখা যায়, যা প্রধানত ভিটামিন সি-এর ঘাটতিতেই হয়। কিন্তু সেই ঘা যদি ঠিক না হয় তাহলে সেটি ক্যানসার প্রকৃতির হতে পারে। তাই মুখে ঘা হলে সেটি কতদিন থাকছে সেই বুঝে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার৷
আরও পড়ুন :‘দুঃখ হয়...' অষ্টমীর অঞ্জলি শেষে কার কথা মনে পড়ল? মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়
advertisement
মুখে সাদা দাগ
মুখের ভিতরে সাদা কিংবা কখনও কখনও লাল দাগ ক্যানসারের ইঙ্গিতবাহক হতে পারে। যদিও এর পিছনে গ্যাসট্রিক সমস্যা কিংবা মুখের সংক্রমণের মতো বিভিন্ন কারণও থাকতে পারে। কিন্তু যদি এটি স্বাদ কিংবা কথাবার্তাকে প্রভাবিত করে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আলগা দাঁত
কোনও কারণ ছাড়াই যদি দাঁত আলগা হয়ে যায় এবং পড়ে যায় তাহলে এর পিছনে কোনও গুরুতর সমস্যা লুকিয়ে থাকতে পারে।
মুখে লাম্প
ক্যানসারের প্রথম লক্ষণ হল কোনও মাংসপিন্ড তৈরি। তবে মুখে কোনও মাংসপিন্ড হলে সাধারণত তা আমাদের নজরে আসে। তাই কোনও মাংসপিন্ডকে বাড়তে না দিয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
মুখে ব্যথা
কোনও কারণ ছাড়া দীর্ঘদিন মুখে ব্যথা হলে অবহেলা করা উচিত নয়। যদিও মুখে ব্যথার অনেক কারণ হতে পারে তবে ক্যানসারের কারণে মুখে ব্যথা অনুভূত হলে প্রাথমিক পর্যায়ে নজর দিতে হবে।
আরও পড়ুন : জেলে 'অপমানিত' পার্থ চট্টোপাধ্যায়! কেন হঠাৎ দুর্গাপূজায় 'না'? নেপথ্যে রয়েছে 'বড়' কারণ
কানে ব্যথা
কোনও সংক্রমণ ছাড়াই যদি কানে ব্যথা হয় তাহলে কান, নাক এবং গলা বিশেষজ্ঞকে দেখিয়ে নেওয়া উচিত। পাশাপাশি ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয়।
ঢোক গিলতে কষ্ট
মুখে ক্যানসারের কোনও মাংসপিন্ড বাড়লে খাওয়ার সময়ে অসুবিধা হবে। যা চিবানো থেকে শুরু করে ঢোক গেলা, মুখের সমস্ত স্বাভাবিক কাজেই প্রভাব ফেলবে। তাই এই ধরনের সমস্যা বুঝতে পারলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
মুখের রোগ বহু মানুষের শরীরে প্রভাব ফেলেছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সারা বিশ্বে ৩.৫ বিলিয়ন মানুষের মুখের রোগ এবং বিভিন্ন ধরনের মুখের ক্যানসার হয়েছে৷ বিভিন্ন ধরনের মুখের ক্যানসার হল- দাঁতের ক্ষয় , পেরিওডন্টাল রোগ বা মাড়ির রোগ, ওরো ডেন্টাল ট্রমা, নোমা- মুখের মধ্যে গ্যাংগ্রিনের রোগ, ঠোঁট এবং তালু ফাটা।
বিশ্ব জুড়ে ওরাল ক্যানসারের সমস্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতি ১ লক্ষ মানুষের ৪ জনের ঠোঁট এবং মুখের ক্যানসার সনাক্ত হয়েছে। পুরুষ এবং বয়স্কদের মধ্যে এই রোগটি বেশি হয়। তামাক ও অ্যালকোহল সেবন মুখের ক্যানসারের অন্যতম ঝুঁকির কারণ। তাই এই অভ্যাসে লাগাম পরাতেই হবে।