কনজাংটিভাইটিস! ডাকনাম, 'জয় বাংলা'! বর্ষাকালে ৭০ শতাংশ মানুষ এর হাত থেকে নিস্তার পায় না! কিন্তু কী এই কনজাংটিভাইটিস? ডাক্তারি ভাষায়, ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাংগাসের আক্রমণে চোখে যে সংক্রমণ হয়, তাকেই বলে কনজাংটিভাইটিস। খুব কষ্টকর রোগ! ছোঁয়াচেও! জেনে নিন, কনজাংটিভাইটিস হলে প্রাথমিকভাবে কী কী করবেন--
১) ৭-১০ দিন খুব সাবধানে থাকতে হবে৷ হাত সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। নোংড়া হাত চোখে দেবেন না। চোখ চুলকাবেনও না।
advertisement
২) যাঁর কনজাংটিভাইটিস হয়েছে, তাঁর ব্যবহৃত কোনও জিনিসই ব্যবহার করা যাবে না৷
৩) যদি রুমাল দিয়ে চোখ মোছার অভ্যাস থাকে, তাহলে সবসময় পরিষ্কার রুমাল ব্যবহার করুন।
৪) গরম জলের সেঁক দিন। চোখে আলো লাগাবেন না! কালো চশমা পরে থাকুন। মোবাইলে চোখ বা টিভি দেখা বন্ধ রাখতে হবে৷
৫) চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না! কারণ, কনজাংটিভাইটিস থেকে কর্নিয়াও ক্ষতিগ্রস্ত হতে পারে!