TRENDING:

জেনে নিন, কনজাংটিভাইটিস হলে প্রথমেই কী কী করবেন

Last Updated:

জেনে নিন, কনজাংটিভাইটিস হলে প্রথমেই কী কী করবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লাল টকটকে চোখ, ফুলে ঢোল! ক্রমাগত জল পড়ছে! তারউপর কটকটে ব্যথা, চুলকানি! প্রাণ ওষ্ঠাগত! চোখে কালো চশমা, বাড়িতে বন্দিদশা!
advertisement

কনজাংটিভাইটিস! ডাকনাম, 'জয় বাংলা'! বর্ষাকালে ৭০ শতাংশ মানুষ এর হাত থেকে নিস্তার পায় না! কিন্তু কী এই কনজাংটিভাইটিস? ডাক্তারি ভাষায়, ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাংগাসের আক্রমণে চোখে যে সংক্রমণ হয়, তাকেই বলে কনজাংটিভাইটিস। খুব কষ্টকর রোগ! ছোঁয়াচেও! জেনে নিন, কনজাংটিভাইটিস হলে প্রাথমিকভাবে কী কী করবেন--

১) ৭-১০ দিন খুব সাবধানে থাকতে হবে৷ হাত সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। নোংড়া হাত চোখে দেবেন না। চোখ চুলকাবেনও না।

advertisement

২) যাঁর কনজাংটিভাইটিস হয়েছে, তাঁর ব্যবহৃত কোনও জিনিসই ব্যবহার করা যাবে না৷

৩) যদি রুমাল দিয়ে চোখ মোছার অভ্যাস থাকে, তাহলে সবসময় পরিষ্কার রুমাল ব্যবহার করুন।

৪) গরম জলের সেঁক দিন। চোখে আলো লাগাবেন না! কালো চশমা পরে থাকুন। মোবাইলে চোখ বা টিভি দেখা বন্ধ রাখতে হবে৷

৫) চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না! কারণ, কনজাংটিভাইটিস থেকে কর্নিয়াও ক্ষতিগ্রস্ত হতে পারে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

আরও পড়ুন-মোবাইল ফোনে পর্ন দেখেন ? মহাবিপদ আপনার সামনে !

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জেনে নিন, কনজাংটিভাইটিস হলে প্রথমেই কী কী করবেন