TRENDING:

সংযত হলেও দৈনিক মদ্যপান ডেকে আনতে পারে হার্টের অসুখ, বলছে সমীক্ষা!

Last Updated:

রিপোর্টে বলা হয়েছে এমন অনেকে আছেন যাঁরা প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণে মদ্যপান করতে করতে সেই মাত্রাটা বাড়িয়ে ফেলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এতদিন ধরে নানা গবেষণা ও চিকিৎসকদের দাবি অনুযায়ী আমরা জানি প্রচুর পরিমাণে মদ্যপান করার কারণে হার্ট ফেইলিওর হওয়ার ঝুঁকি বাড়ে। চিকিৎসকদের ভাষায় এটাকে অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন বলা হয়। যা অস্বাভাবিক হারে হৃদ স্পন্দন বাড়িয়ে দেয়। এখানে আরও একটি বিষয় হল, চিকিৎসা শাস্ত্রে সমর্থিত রয়েছে কারও যদি হার্টের সমস্যা রয়েছে তাঁরা যদি নিয়ম করে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণে ওয়াইন পান করতে পারেন তাহলে দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন। কিন্তু নতুন সমীক্ষা অন্য কথা বলছে, এই সমীক্ষার দাবি যদি কেউ পরিমিত পরিমাণে মদ্যপান করেন তা স্বাস্থ্য কতটা ভালো রাখতে পারে তার কোনও প্রমাণ নেই।
advertisement

ইউরোপীয় হার্ট জার্নালে প্রকাশিত গবেষণার রিপোর্টে দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত এক গ্লাস করে মদ্যপান করেন তাঁদের অ্যালকোহলে ১২ গ্রাম ইথানল থাকে যা ১২০ মিলিলিটারের ওয়াইন গ্লাসের সমান বা ৩৩০ মিলিলিটারের বিয়ার গ্লাসের সমান। রিপোর্ট অনুযায়ী এই পরিমাণ অ্যালকোহল অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনের কারণ হতে পারে। যার কারণে অস্বাভাবিক হারে হৃদ স্পন্দন বেড়ে যায় অবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।

advertisement

জার্মানির (Germany) হ্যামবার্গ-এপেনডর্ফ(Hamburg-Eppendorf) দ্য ইউনিভার্সিটি হার্ট অ্যান্ড ভাস্কুলার সেন্টারের (The University Heart and Vascular Center) কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টের প্রফেসর রেনেট স্ক্যানবেলের (Renate Schnabel) নেতৃত্বে গবেষণা করা হয়। জানা গিয়েছে, অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন নিয়ে হওয়া এখনও পর্যন্ত সবচেযে বড় গবেষণা এটি। রিপোর্টে বলা হয়েছে এমন অনেকে আছেন যাঁরা প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণে মদ্যপান করতে করতে সেই মাত্রাটা বাড়িয়ে ফেলে। এরপর অতিরিক্ত অ্যালকোহলের মাত্রা হার্ট ফেইলিওর হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে।

advertisement

এই গবেষণা সুইডেন (Sweden), নরওয়ে (Norway), ফিনল্যান্ড (Finland), ডেনমার্ক (Denmark ) এবং ইতালিতে (Italy) করা হয়েছে। মোট ১০৭,৮৪৫ জনের মধ্যে এই গবেষণা চলেছে। ১৯৮২ থেকে ২০১০ সাল পর্যন্ত মেডিকেল হিস্ট্রি, জীবনধারার ওপর কাজ কার হয়। যাঁদের মধ্যে পুরুষ এবং মহিলা দুই ছিল। প্রফেসর স্ক্যানবেল এই পুরো গবেষণাকে একটি ‘J’ সেপ গ্রাফ দিয়ে তুলনা করেছেন। যেখানে দেখা গিয়েছে কিছু মানুষ দিন প্রতিদিন অ্যালকোহল সেবনের মাত্রা বাড়িয়ে ছিল এবং হার্ট ফেইলিওর হওয়ার ঝুঁকিও তাঁদের বেড়ে গিয়েছিল।

advertisement

প্রফেসর স্ক্যানবেলের-এর রিপোর্টেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ‘J’ সেপ গ্রাফ অনুযায়ী অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনের যে লক্ষণ দেখানো হয়েছে তা একেবারে সঠিক কারণ হিসেবে কাজ করে কিনা তা প্রমাণিত নয়। তবে নিয়মিত মদ্যপানে অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনের সম্ভাবনা থাকছে তা নিশ্চিত করে বলা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এখন চিকিৎসকদের দাবি এই গবেষণার ‘J’ সেপ গ্রাফের সঠিক কার্যকারণ বিচার করার জন্য আরও বড় গবেষণা করা হোক। ফলে ততদিন হার্টের রোগীদের পরিমিত মদ্যপানের পরামর্শ না দেওয়ার কথাই বলেছেন চিকিৎসকদের একাংশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সংযত হলেও দৈনিক মদ্যপান ডেকে আনতে পারে হার্টের অসুখ, বলছে সমীক্ষা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল