কিছু লক্ষণ দেখে অবশ্য বোঝা যায় জ্বরের প্রকৃতি৷ কীভাবে জ্বরের লক্ষণ দেখে চিনবেন সাধারণ জ্বর নাকি অন্য ম্যালেরিয়া, ডেঙ্গি বা টাইফয়েড তা শেখালেন অ্যাপোলো হসপিটালের জেনারেল মেডিসিন কনস্যালট্যান্ট ড: ভরত আগরওয়াল৷
ম্যালেরিয়া
১.জ্বর- জ্বর যদি বেশি হয়, তা ম্যালেরিয়ার লক্ষণ হতে পারে৷ এক্ষেত্র ৫৮-৭২ ঘণ্টা অন্তর জ্বর বাড়ার প্রবণতা বা স্পাইক দেখা দেবে৷
advertisement
২. ফ্লুয়ের লক্ষণ- ম্যালেরিয়ার লক্ষণ একেবারে সাধারণ ফ্লুয়ের মত হয়৷ মাথাধরা, পেশির যন্ত্রণা, বমি বমি ভাব ইত্যাদি
৩.কাঁপুনি- ম্যালেরিয়া হলে প্রতি জ্বরের সঙ্গে কাঁপুনি হওয়া হতে পারে৷ প্রায় ১৫ মিনিট ধরে থাকে এই কাঁপুনি৷
আরও পড়ুন: খেজুরেই সারবে রোগ! শুধু খেতে হবে এই ভাবে
ডেঙ্গি
১.জ্বর- ডেঙ্গির ক্ষেত্রে হঠাৎ করেই বাড়ে জ্বর, সেইসঙ্গে ২ থেকে ৭ দিন থাকে৷
২.প্রচণ্ড মাথাব্যথা-ডেঙ্গুতে প্রচণ্ড মাথাব্যথা দেখা দেয়৷ বিশেষত চোখের পিছনে প্রচণ্ড যন্ত্রণা হয়৷
৩.জয়েন্টে ব্যথা এবং পেশিতে ব্যথা- জ্বরের সঙ্গে যদি অতিরিক্ত জয়েন্টে ব্যথা এবং পেশিতে ব্যথা দেখা দেয় তাহলে ডেঙ্গি হওয়ার সম্ভাবনা প্রবল৷
৪.ত্বকে ব়্যাশ- ডেঙ্গির ফলে জ্বরের থেকে ৫ দিন পরে ত্বকে ব়্যাশ দেখা দেয়।
আরও পড়ুন: ৩,৫০,০০০ আউন্স স্তন্যদান! শারীরিক সমস্যাকে আশীর্বাদে রূপান্তরিত করে অপুষ্ট শিশুদের প্রাণরক্ষা তরুণীর
টাইফয়েড
১. দীর্ঘস্থায়ী জ্বর- টাইফয়েডের ক্ষেত্র জ্বর অনেকদিন ধরে থাকে৷ 100.4°F থেকে 104°F এর মধ্যে তাপমাত্রা থাকে৷
২.দূর্বলতা এবং ফ্যাটিগ- টাইফয়েড হলে ক্ষিদে কমে যাওয়া, ওজন হ্রাস-সহ সাধারণ দুর্বলতা এবং ক্লান্তি দেখা দিতে পারে।
৩.পেটের সমস্যা- টাইফয়েডে পেটের নানা সমস্যা দেখা দিতে পারে৷ পেটে ব্যথা, ডায়রিয়া, কনস্টিপেশন দেখা দিতে পারে৷
৪.লাল দাগ- টাইফয়েড হলে পেটে এবং বুকে লাল দাগ দেখা দিতে পারে৷