TRENDING:

Fever: সাধারণ জ্বর না ম্যালেরিয়া, ডেঙ্গু নাকি টাইফয়েড? লক্ষণ দেখে কী ভাবে চিনবেন? পরামর্শ দিলেন চিকিৎসক

Last Updated:

বর্ষা আসতেই বেড়েছে জ্বরের প্রকোপ৷ বেশিরভাগ বাড়িতেই জ্বরে আক্রান্ত কোনও না কোনও সদস্য৷ এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল জ্বরের আসল রূপ বোঝা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ষা আসতেই বেড়েছে জ্বরের প্রকোপ৷ বেশিরভাগ বাড়িতেই জ্বরে আক্রান্ত কোনও না কোনও সদস্য৷ এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল জ্বরের আসল রূপ বোঝা৷ কারণ এইসময় ম্যালেরিয়া, ডেঙ্গি, টাইফয়েডের মতো মশা মাছি বাহিত রোগগুলির প্রবণতাও বেশি থাকে৷ আবার জ্বরটি নেহাতই সাধারণ ভাইরাল জ্বরও হতে পারে৷ কিন্তু কীভাবে বুঝবেন জ্বর সাধারণ নাকি কোনও ম্যালেরিয়া, ডেঙ্গি বা টাইফয়েড?
সাধারণ জ্বর না ম্যালেরিয়া, ডেঙ্গি নাকি টাইফয়েড? লক্ষণ দেখে কী ভাবে চিনবেন? পরামর্শ দিলেন চিকিৎসক
সাধারণ জ্বর না ম্যালেরিয়া, ডেঙ্গি নাকি টাইফয়েড? লক্ষণ দেখে কী ভাবে চিনবেন? পরামর্শ দিলেন চিকিৎসক
advertisement

কিছু লক্ষণ দেখে অবশ্য বোঝা যায় জ্বরের প্রকৃতি৷ কীভাবে জ্বরের লক্ষণ দেখে চিনবেন সাধারণ জ্বর নাকি অন্য ম্যালেরিয়া, ডেঙ্গি বা টাইফয়েড তা শেখালেন অ্যাপোলো হসপিটালের জেনারেল মেডিসিন কনস্যালট্যান্ট ড: ভরত আগরওয়াল৷

ম্যালেরিয়া

১.জ্বর- জ্বর যদি বেশি হয়, তা ম্যালেরিয়ার লক্ষণ হতে পারে৷ এক্ষেত্র ৫৮-৭২ ঘণ্টা অন্তর জ্বর বাড়ার প্রবণতা বা স্পাইক দেখা দেবে৷

advertisement

২. ফ্লুয়ের লক্ষণ- ম্যালেরিয়ার লক্ষণ একেবারে সাধারণ ফ্লুয়ের মত হয়৷ মাথাধরা, পেশির যন্ত্রণা, বমি বমি ভাব ইত্যাদি

৩.কাঁপুনি- ম্যালেরিয়া হলে প্রতি জ্বরের সঙ্গে কাঁপুনি হওয়া হতে পারে৷ প্রায় ১৫ মিনিট ধরে থাকে এই কাঁপুনি৷

আরও পড়ুন: খেজুরেই সারবে রোগ! শুধু খেতে হবে এই ভাবে

ডেঙ্গি

১.জ্বর- ডেঙ্গির ক্ষেত্রে হঠাৎ করেই বাড়ে জ্বর, সেইসঙ্গে ২ থেকে ৭ দিন থাকে৷

advertisement

২.প্রচণ্ড মাথাব্যথা-ডেঙ্গুতে প্রচণ্ড মাথাব্যথা দেখা দেয়৷ বিশেষত চোখের পিছনে প্রচণ্ড যন্ত্রণা হয়৷

৩.জয়েন্টে ব্যথা এবং পেশিতে ব্যথা- জ্বরের সঙ্গে যদি অতিরিক্ত জয়েন্টে ব্যথা এবং পেশিতে ব্যথা দেখা দেয় তাহলে ডেঙ্গি হওয়ার সম্ভাবনা প্রবল৷

৪.ত্বকে ব়্যাশ- ডেঙ্গির ফলে জ্বরের থেকে ৫ দিন পরে ত্বকে ব়্যাশ দেখা দেয়।

আরও পড়ুন: ৩,৫০,০০০ আউন্স স্তন্যদান! শারীরিক সমস্যাকে আশীর্বাদে রূপান্তরিত করে অপুষ্ট শিশুদের প্রাণরক্ষা তরুণীর

advertisement

টাইফয়েড

১. দীর্ঘস্থায়ী জ্বর- টাইফয়েডের ক্ষেত্র জ্বর অনেকদিন ধরে থাকে৷ 100.4°F থেকে 104°F এর মধ্যে তাপমাত্রা থাকে৷

২.দূর্বলতা এবং ফ্যাটিগ- টাইফয়েড হলে ক্ষিদে কমে যাওয়া, ওজন হ্রাস-সহ সাধারণ দুর্বলতা এবং ক্লান্তি দেখা দিতে পারে।

৩.পেটের সমস্যা- টাইফয়েডে পেটের নানা সমস্যা দেখা দিতে পারে৷ পেটে ব্যথা, ডায়রিয়া, কনস্টিপেশন দেখা দিতে পারে৷

advertisement

৪.লাল দাগ- টাইফয়েড হলে পেটে এবং বুকে লাল দাগ দেখা দিতে পারে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fever: সাধারণ জ্বর না ম্যালেরিয়া, ডেঙ্গু নাকি টাইফয়েড? লক্ষণ দেখে কী ভাবে চিনবেন? পরামর্শ দিলেন চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল