TRENDING:

মাথা ব্যাথা থেকে ঝটপট মুক্তির সহজ উপায়

Last Updated:

মাথা ব্যাথা থেকে ঝটপট মুক্তির সহজ উপায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মাথা ব্যথা? ঝটপট ছুটকারা পেতে চান? কিন্তু কীভাবে?
advertisement

১) জল - বেশিরভাগ ক্ষেত্রেই জলের অভাবে মাথাব্যথা করে। মাথা ব্যথা শুরু হলে প্রথমেই ১ গ্লাস জল খান। এরপর ধীরে ধীরে, অল্প অল্প করে জল খেতে থাকুন। এই সময়ে, অন্য কোনও রকম পানীয় খাবেন না।

২) আইস প্যাক- মাথা ব্যাথা করলে, মাথার উপর আইস প্যাক ধরে রাখুন।

advertisement

৩) লেবু- লেবু শরীরের অ্যাসিড-অ্যালকালির মাত্রা ঠিক রাখে। মাথা ব্যথা করলে, হালকা গরম জলে পাতি লেবুর রস মিশিয়ে খেয়ে নিন।

আরও পড়ুন-পয়লা বৈশাখে কিশোর কুমারের ফেভারিট মাখন চিংড়ি আর গোটা মশলার মাংস

৪) আপেল- অল্প নুন ছিটিয়ে এক টুকরো আপেল খান। ব্যথা নিমেষে গায়েব!

advertisement

৫) মেন্থল- মাইগ্রেনের ব্যথা দূর করতে আদর্শ মেন্থল। শতাব্দী ধরে মাথার ব্যথা দূর করতে মেন্থল ব্যবহার করা হয়। চা থেকে শুরু করে বিভিন্ন পানীয়র সঙ্গে মেন্থল মিশিয়ে খেতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার প্রাচীন গৌড়ে সুলতানি আমলের সরাইখানার আজ মলিন মিনার, সাক্ষী বহু ইতিহাসের
আরও দেখুন

আরও পড়ুন- নির্ভয়ে খান সর্ষের তেল! ক্ষতি নয়, স্বাস্থের উন্নতীই হয়

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাথা ব্যাথা থেকে ঝটপট মুক্তির সহজ উপায়