ব্রিটেনে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত কোলন ক্যান্সারেই৷ বিশেষ করে এই ধরনের ক্যান্সার হয় ৬০ বছর বা তার বেশি বয়সের মানুষদের৷ বিজ্ঞানীরা বলছেন, রোজ মলত্যাগের সময় একবার অন্তত মলের রং দেখুন৷ না-হলে অজান্তেই বাসা বাঁধতে পারে মারণ রোগ, চিকিত্সায় দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷
advertisement
চিকিত্সকরা বলছেন, কোনও দিনও যদি মলের সঙ্গে রক্ত বেরোয়, তা হলে বিন্দুমাত্র দেরি না-করে ডাক্তারের কাছে যান৷ বিশেষ করে সেই রক্তের রং যদি গাঢ় হয়, তা হলে চিন্তার বিষয়৷ সে ক্ষেত্রে মলের রংও গাঢ় কালচে হয়৷ পাইলস হলে মলের সঙ্গে যে রক্ত বেরোয়, তা বাদামি রঙের হয়৷ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও এই ধরনের রোগ হয়৷
চিকিত্সকরা বলছেন, মলের রং যদি আলকাতরার মতো হয় বা গাঢ় বাদামি হয়, তা হলে রীতিমতো উদ্বেগের৷ সে ক্ষেত্রে তা ক্যান্সার বাসা বাঁধারই লক্ষণ৷ কোলনে ক্যান্সার হলে খাওয়ার সময় তলপেটে ব্যথা হয়৷