TRENDING:

মলের রং দেখেন রোজ? ক্যান্সার পাকছে বোঝা যায় যে রঙে...

Last Updated:

বিশেষ করে সেই রক্তের রং যদি গাঢ় হয়, তা হলে চিন্তার বিষয়৷ সে ক্ষেত্রে মলের রংও গাঢ় কালচে হয়৷ পাইলস হলে মলের সঙ্গে যে রক্ত বেরোয়, তা বাদামি রঙের হয়৷ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও এই ধরনের রোগ হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: মলত্যাগের সময় অনেকেই ঘেন্নায় নিজের মলের দিকে তাকান না৷ কিন্ত‌ু মলের রংই জানিয়ে দেয়, শরীরে কোনও রোগ বাসা বাঁধছে কি না৷ বিশেষ করে কোলন ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার৷ জানাচ্ছেন ব্রিটেনের বিখ্যাত চিকিত্‍সা বিজ্ঞানীরা৷
advertisement

ছবিটি প্রতীকী

ব্রিটেনে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত কোলন ক্যান্সারেই৷ বিশেষ করে এই ধরনের ক্যান্সার হয় ৬০ বছর বা তার বেশি বয়সের মানুষদের৷ বিজ্ঞানীরা বলছেন, রোজ মলত্যাগের সময় একবার অন্তত মলের রং দেখুন৷ না-হলে অজান্তেই বাসা বাঁধতে পারে মারণ রোগ, চিকিত্‍সায় দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷

advertisement

ছবিটি প্রতীকী

চিকিত্‍‌সকরা বলছেন, কোনও দিনও যদি মলের সঙ্গে রক্ত বেরোয়, তা হলে বিন্দুমাত্র দেরি না-করে ডাক্তারের কাছে যান৷ বিশেষ করে সেই রক্তের রং যদি গাঢ় হয়, তা হলে চিন্তার বিষয়৷ সে ক্ষেত্রে মলের রংও গাঢ় কালচে হয়৷ পাইলস হলে মলের সঙ্গে যে রক্ত বেরোয়, তা বাদামি রঙের হয়৷ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও এই ধরনের রোগ হয়৷

advertisement

ছবিটি প্রতীকী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চিকিত্‍‌সকরা বলছেন, মলের রং যদি আলকাতরার মতো হয় বা গাঢ় বাদামি হয়, তা হলে রীতিমতো উদ্বেগের৷ সে ক্ষেত্রে তা ক্যান্সার বাসা বাঁধারই লক্ষণ৷ কোলনে ক্যান্সার হলে খাওয়ার সময় তলপেটে ব্যথা হয়৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মলের রং দেখেন রোজ? ক্যান্সার পাকছে বোঝা যায় যে রঙে...