বালিয়ার সরকারি আয়ুর্বেদিক হাসপাতালের আয়ুর্বেদ মেডিক্যাল অফিসার, চিকিৎসক প্রিয়াঙ্কা সিং বলেন, হরসিঙ্গার ঔষধি গুণে ভরপুর। এটি কেবল জ্বর, সায়াটিকা, ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া নয় আরও নানা রোগের কার্যকরী।
আরও পড়ুন: বাজি পোড়ানোর সময় কোনও দুর্ঘটনা ঘটলে প্রথমেই কী করবেন? জেনে নিন বিশেষজ্ঞের থেকে
তিনি আরও জানান, হরসিংগারের পাতা ও ছাল জীবনদায়ী নানা ওষুধ তৈরিতে কাজে লাগে। এই গাছে ফুলের গন্ধ যেহেতু সুগন্ধযুক্ত, তাই যে বাড়িতে এই গাছ লাগানো হয় তার চারপাশের পরিবেশকেও করে তোলে সুগন্ধি।
advertisement
আরও পড়ুন: ৫০-এ দেখাবে ৩০-এর মতো! শুধু এই কাজগুলি করলেই ত্বকের তারুণ্য বজায় থাকবে
চিকিৎসক প্রিয়াঙ্কা সিং বলেছেন, ” এর ১৩ টি পাতা ভাল করে ধুয়ে এক গ্লাস জলে সেদ্ধ করুন। এক গ্লাস জল ফুটে অর্ধেক গ্লাস হয়ে গেলে তা ছেঁকে নিয়ে পান করলেই জ্বর, ডেঙ্গি, ম্যালেরিয়া, শ্বাসকষ্ট ও জয়েন্টের ব্যথার মতো সব রোগ সম্পূর্ণভাবে নির্মূল হতে পারে।”