TRENDING:

EIBMCT Meet 2023: অস্থিমজ্জা প্রতিস্থাপন, নতুন দিশা দেখাতে বদ্ধপরিকর চিকিৎসকরা

Last Updated:

রক্তের নানা রোগ সারিয়ে তোলার ক্ষেত্রে অস্থিমজ্জা প্রতিস্থাপন দারুণ প্রভাব ফেলতে পারে। আজকাল এই চিকিৎসা পদ্ধতির ব্যবহারও বেড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মানুষের জীবন উন্নত হচ্ছে। উন্নত হচ্ছে চিকিৎসা পরিষেবা। দুরারোগ্য নানা ব্যাধি এখন উন্নত চিকিৎসা পদ্ধতির সাহায্যে সারিয়ে ফেলা সম্ভব সহজেই। তবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন।
অস্থিমজ্জা প্রতিস্থাপন,  নতুন দিশা দেখাতে বদ্ধপরিকর চিকিৎসকরা (Photo Courtesy- istockphoto)
অস্থিমজ্জা প্রতিস্থাপন, নতুন দিশা দেখাতে বদ্ধপরিকর চিকিৎসকরা (Photo Courtesy- istockphoto)
advertisement

রক্তের নানা রোগ সারিয়ে তোলার ক্ষেত্রে অস্থিমজ্জা প্রতিস্থাপন দারুণ প্রভাব ফেলতে পারে। আজকাল এই চিকিৎসা পদ্ধতির ব্যবহারও বেড়েছে। লিউকোমিয়া বা অন্য কোনও রক্তের ক্যানসার হোক অথবা, থ্যালাসেমিয়ার মতো রোগ, রক্ত ও অস্থিমজ্জা সংক্রান্ত বহু জিন ঘটিত রোগের ক্ষেত্রে চিকিৎসায় সাফল্য পাওয়া গিয়েছে।

সম্প্রতি এই বিষয় নিয়ে এক চিকিৎসক সম্মেলনের আয়োজন করা হয়েছিল কলকাতায়। ভারতের পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলির রক্তরোগ সংক্রান্ত চিকিৎসা সংগঠন EHG বা ইস্টার্ন হেমাটোলজি গ্রুপ আয়োজন করেছিল এই সম্মেলনের। Eastern India Blood, Marrow & Cellular Therapy Meet 2023 শীর্ষক ওই সম্মেলনে অবশ্য যোগ দিয়েছিলেন দেড়শোরও বেশি চিকিৎসক। তাঁদের মধ্যে যেমন ছিলেন হেমাটোলজিস্টরা, তেমনই ছিলেন হেমাটো-অঙ্কোলজিস্ট, মেডিক্যাল অঙ্কোলজিস্ট, অস্থমজ্জা প্রতিস্থাপক চিকিৎসক, নার্স, ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ থেকে শুরু করে বিজ্ঞানী এবং অন্য সহায়ক কর্মীরাও।

advertisement

আরও পড়ুন- এই ৩ জন ব্যক্তি পাসপোর্ট ছাড়াই বিশ্বের যে কোনও প্রান্তে যেতে পারেন! জানেন কি তাঁরা কারা?

এই প্রথম এই ধরনের কোনও সম্মেলনের আয়োজন করা হয় EHG-র পক্ষ থেকে। এই সংগঠনটি আসলে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মোট ১২টি রাজ্যে হেমাটোলজিস্ট ও হেমাটো-অঙ্কোলজিস্টদের নিয়ে গঠিত।

advertisement

এই সম্মেলনের আয়োজক সম্পাদক ডা. রাজীব দে বলেন, ‘‘লিউকোমিয়া, রক্তের ক্যানসার, থ্যালাসেমিয়া, অস্থিমজ্জা সংক্রান্ত রোগের মতো মারণ রোগ হাতে থেকে জীবনদায়ী চিকিৎসা হিসেবে অস্থিমজ্জা প্রতিস্থাপনের কথা ভাবা হয়। এই অত্যাধুনিক চিকিৎসা অবশ্য খুব কম জায়গাতেই পাওয়া যায়, বিশেষত পূর্ব ভারতে। এই সম্মেলন সেক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।’’

এই সংগঠন সত্যিই এক ছাতার তলায় নিয়ে এসেছে পূর্ব ভারতের সমস্ত সেন্টারগুলিকে যেখানে পাওয়া যেতে পারে এই অস্থিমজ্জা প্রতিস্থাপনের সুবিধা।

advertisement

কোথায় মিলবে এই সুবিধা—

পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অসম ও ছত্তিসগঢ়ের মোট ১৩টি অস্থিমজ্জা প্রতিস্থাপন কেন্দ্র এই সম্মেলনে যোগ দিয়েছিল। এর মধ্যে ছিল—

১. এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

২. আইএইচটিএম মেডিকেল কলেজ কলকাতা

৩. টাটা মেডিক্যাল সেন্টার

৪. অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল

advertisement

৫. নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতাল

৬. সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

৭. এইচিজি ইকো ক্যানসার সেন্টার

৮. এসসিবি মেডিক্যাল কলেজ, কটক

৯. আইএমএস ও এসইউএম হাসপাতাল, ভুবনেশ্বর

১০. পারস এইচএমআরআই হাসপাতাল, পাটনা

১১. গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, গুয়াহাটি

১২. বি বড়ুয়া ক্যানসার ইনস্টিটিউট, গুয়াহাটি

১৩. বলকো মেডিক্যাল সেন্টার, রায়পুর।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
EIBMCT Meet 2023: অস্থিমজ্জা প্রতিস্থাপন, নতুন দিশা দেখাতে বদ্ধপরিকর চিকিৎসকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল