কোভিডের মতোই বায়ুদূষণও শহরগুলিতে মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে উঠেছে ৷ পশ্চিমবঙ্গেও বায়ুর দূষণমাত্রা দিন দিন বাড়ছে ৷ বিশেষত শীতের মাসগুলিতে এটি সবচেয়ে খারাপ পর্যায়ে চলে যায় ৷ ২০২০ সালে ল্যানসেট-আইসিএমআর প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, যে এ রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যার তুলনায় বায়ু দূষণের কারণে মৃত্যু প্রায় ৭ গুণ বেশি ছিল ৷ বায়ু দূষণ কো-মর্বিডিটির সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে এবং কোভিড-১৯-এর মতো পালমোনারি এবং কার্ডিওভাসকুলার সমস্যা থেকে মৃত্যুর সম্ভাবনা বাড়ায় ৷ দীর্ঘসময় ধরে বায়ুর দূষণের উচ্চ মাত্রার সংস্পর্শে শিশুদের মধ্যে হাঁপানি, সিওপিডি. ডায়াবেটিস এবং অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে বলে জানিয়েছেন অ্যাপোলো গ্লেনেগলস হাসপাতালের পেডিয়াট্রিক কনসালট্যান্ট ডাঃ কৌস্তভ চৌধুরী ৷ পাশাপাশি বায়ু দূষণ রোধের বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে মনে করেন কলকাতার ফর্টিস হাসপাতালের জরুরি ও মেডিসিন বিভাগের পরামর্শদাতা ও প্রধান ডাঃ সংযুক্তা দত্ত ৷ কারণ কলকাতায় বায়ু দূষণের সঙ্গে যুক্ত স্বাস্থ্য সমস্যাগুলি ক্রমশ বেড়েই চলেছে ৷ প্রায় ২০০০ জনের উপরে করা গবেষণায় দেখা গিয়েছে কলকাতা, ব্যারাকপুর এবং হাওড়ায় ১০ বছরের কম বয়সী শিশুরা ৩ গুণ বেশি এবং ৫০ বছরের বেশি বয়সের শিশুরা দেড়গুণ বেশি শ্বাসকষ্টের সমস্যা, হাঁচি, কাশি, গলা ব্যথা, সাইনাসে আক্রান্ত হয়েছে ৷ পাশাপাশি মাসে ৫০০০ টাকা ও তার কম উপার্জনকারী মানুষরাও অনেক গুণ বেশি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগেন বলে গবেষণায় দেখা গিয়েছে ৷
advertisement