TRENDING:

কেন ছুটির দিনে সারাদিন ঘুম পায়?

Last Updated:

প্রতিদিনের কাজের স্ট্রেস কাটানোর জন্য শরীর, মাথা, মনকে সময় দেওয়া প্রয়োজন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আপনি কি সারা সপ্তাহ ধরে প্ল্যান করেন উইকএন্ডের, অথচ শনি-রবিবার এলেই উত্সাহ হারিয়ে ফেলেন? মনে হয় একটু ঘুমোই? আর তারপর ঘুমিয়েই কীভাবে যেন চোখের নিমেষে কেটে যায় ছুটির দিনগুলো । না হয় হুল্লোড়, পড়ে থাকে জমিয়ে থাকা কাজগুলোও । প্রতি সপ্তাহান্তেই কি এই গল্প চলতে থাকে ?
advertisement

বিশেষজ্ঞরা জানাচ্ছেন মূলত তিনটি কারণে এমনটা হয়ে থাকে-

সারা সপ্তাহ আপনি পর্যাপ্ত ঘুমোচ্ছেন না

যেকোনও প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত ৭-৯ ঘণ্টা ঘুমের প্রয়োজন । অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অফিসে ৮-৯ ঘণ্টা কাজ, বাড়ির কাজ করে আমরা পর্যাপ্ত ঘুমের সময় পাই না । আবার বাড়ি ফিরে ল্যাপটপে কাজ বা টিভি দেখে সময় কাটাই আমরা । যেই সময় শরীরের বিশ্রামের প্রয়োজন । ফলে ঘুমের ঘাটতি মেটাতে শরীর নিজে থেকেই সিগন্যাল দেয় আমাদের । সপ্তাহান্তে সেই ঘুম পুষিয়ে নিতে চায় শরীর ।

advertisement

আরও পড়ুন: সেক্স লাইফে স্বাদবদল! ট্রাই করুন এই ৩টে পোজিশন

আপনি হাইপারসমনিয়ায় ভুগছেন

ইনসমনিয়ার বিপরীত অবস্থা হল হাইপারসমনিয়া । এর ফলে শরীর বেশিক্ষণ ঘুম চায় ও সব সময় ক্লান্ত বোধ করেন আপনি । যারা এই সমস্যায় আক্রান্ত হন সপ্তাহান্তে সারাদিন ঘুমোলেও সারা সপ্তাহ ক্লান্তিতে ভুগতে থাকেন । যা কাটানোর জন্য আলস্য সরিয়ে রেখে নিজেকে সক্রিয়া রাখা ও এক্সারসাইজ প্রয়োজন ।

advertisement

মানসিক ক্লান্তি

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রতিদিনের কাজের স্ট্রেস কাটানোর জন্য শরীর, মাথা, মনকে সময় দেওয়া প্রয়োজন । অনেকেই নিজেকে 'স্লিপলেস এলিট' বলাটা ফ্যাশনেবল মনে করেন । কিন্তু এতেই মারাত্মক ক্ষতি করছেন শরীরের । সপ্তাহ ভর অফিসের কাজ করার পাশাপাশি হালকা বই পড়া, এক্সারসাইজ করা, পছন্দের কাজ করে নিজেকে রিল্যাক্সড রাখুন । নাহলে সপ্তাহান্তে ক্লান্ত হয়ে যাবে মন । মানসিক ক্লান্তি থেকেই ঘুম চাইবে শরীর ।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কেন ছুটির দিনে সারাদিন ঘুম পায়?