আরও পড়ুন- আজ বিশ্ব বেতার দিবস! ভুয়ো খবরের দুনিয়ায় এখনও 'বিশ্বস্ত' মাধ্যম রেডিও
HEALTH CLOUD
ডেটা সংরক্ষণের বিষয়ক বিপ্লবে হেলথ ক্লাউড নবতম সংযোজন। হেলথ ক্লাউডের মাধ্যমে অনন্ত তথ্য সংরক্ষণ করে রাখা যেতে পারে এবং এর নিরাপত্তাও থাকবে অনেক বেশি। স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মী থেকে শুরু করে রোগী পর্যন্ত প্রত্যেকের কাছে সঠিক ডেটা এবং তথ্য অ্যাক্সেসের অনুমতিও রইবে। স্বাস্থ্য পরিষেবার প্রতি মানুষের আস্থা তৈরির বড় অস্ত্র হতে পারে হেলথ ক্লাউড (Health Care Trends 2022)।
advertisement
TELEMEDICINE
টেলিমেডিসিন অবশ্য ই-মেডিসিন নামেও পরিচিত। টেলিমেডিসিনের মাধ্যমে টেলিকমিউনিকেশন প্রযুক্তির সাহায্যে রোগীকে স্বাস্থ্যসেবা প্রদানকারীর সঙ্গে সংযুক্ত করা যেতে পারে। এখানে কোন ওষুধ খাবেন বা খাবেন না সেই সম্পর্কেও জানতে পারেন, ব্যক্তিগত যত্ন, পরামর্শ, বহু দূরে থেকেও চিকিৎসকের সঙ্গে কথা বলা সবটাই এখন সম্ভব। COVID-19-এর সময়ে লকডাউন ও সামাজিক দূরত্ববিধির কারণে টেলিমেডিসিন পরিষেবা (Health Care Trends 2022) অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
আরও পড়ুন- সরোজিনী নাইডুর জন্মজয়ন্তীতে আজ দেশজুড়ে পালিত জাতীয় মহিলা দিবস
PERSONALISED MEDICINE
একজন ব্যক্তির ব্যক্তিগত হেলথ ডেটা ব্যবহার করে নির্দিষ্ট ওষুধ তৈরি করতে এটি কাজে আসে। জেনেটিক প্রোফাইলের তথ্য দিয়ে রোগের নির্ণয়, প্রতিরোধ, এবং চিকিত্সায় সাহায্য করে এই ব্যবস্থা।
NURSING WORKFLOW
নার্সিং সেক্টর মহামারীকালীন (Covid-19 Pandemic) পরিস্থিতিতে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে বহু অগ্রগতিও ঘটিয়েছে। নার্সিং ওয়ার্কফ্লো স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মারণ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে এই বিভাগটি আরও আরও সমৃদ্ধও করছে নিজেকে।
AI ADAPTION
স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের দুর্দান্ত সহযোগী হিসেবেই সামনে এসেছে। দ্রুত এবং সহজে কাজ করার সুযোগ দিয়েছে এই প্রযুক্তি। এছাড়াও, AI রোগী এবং তার ইতিহাস বিষয়ক ডেটা সংরক্ষণে অত্যন্ত উপযোগী।