TRENDING:

Flying Kites : সাবুদানা, ইসবগুল, গদের আঠা দিয়ে অ্যারারুট জ্বাল, তাতে মিশত বাতিল টিউবলাইটের মিহি চূর্ণ

Last Updated:

মাঞ্জায় (Flying Kites) শান দেওয়ার জন্য সময় বা ধৈর্য কোনওটাই নেই ৷ বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja 2021) আকাশে বাতাসে ‘ভোকাট্টা’ ডাক শোনার জন্য ভরসা এখন কেনা মাঞ্জা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : আকাশে পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গার ঝাঁক কমেছে ৷ মাটিতে অবজ্ঞা বেড়েছে ৷ নাগরিক কবিয়ালের গানের সেই কিশোর আজও রিকশা চালায় ৷ কিন্তু বদলে গিয়েছে অন্য অনেক কিছু ৷ আজ মাঞ্জায় (Flying Kites) শান দেওয়ার জন্য সময় বা ধৈর্য কোনওটাই নেই ৷ বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja 2021) আকাশে বাতাসে ‘ভোকাট্টা’ ডাক শোনার জন্য ভরসা এখন কেনা মাঞ্জা ৷ আরও অনেক পণ্যের মতো যার বাজারও দখল করে বসে আছে চিন ৷
advertisement

মাঞ্জার দুনিয়ায় চৈনিক পরিব্রাজনের আগের অধ্যায়ের কথা মনে পড়ে নিবেদিতা রায়ের ৷ পড়ুয়াদের মধ্যে তাঁর নিজের শৈশব খুঁজে পান না এই সরকারি স্কুলের শিক্ষিকা ৷ ‘‘বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja 2021) এলেই মন ফিরে যায় ছোটবেলায় ৷ দাদাকে সাহায্য করতাম মাঞ্জা দিতে ৷ তখন কাচের গুঁড়ো কিনতে পাওয়া যেত না ৷ পুরনো টিউবলাইট গুঁড়ো করে নিতে হত ৷ তবে যে সে ভাবে করলে হবে না ৷ খুব মিহি গুঁড়ো চাই ৷ তার পর অ্যারারুট জ্বাল দেওয়ার পালা ৷ সঙ্গে মিশত আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা, শুকনো গদের আঠা এবং ইসবগুল ৷ অ্যারারুটের এই মিশ্রণে আঠাল ভাব তৈরি হলে মিশিয়ে দিতাম পছন্দসই রং ও কাচের গুঁড়ো ৷’’

advertisement

পরীক্ষার যেমন প্রস্তুতি, ঘুড়ি ওড়ানোর জন্য সেই পর্ব হল মাঞ্জা দেওয়া ৷ মাঞ্জা শুধু বানালেই হবে না ৷ সুতোয় তার প্রলেপ দেওয়াও এক পর্ব ৷ সেও মনে পড়ে নিবেদিতার ৷ জানালেন, তিন জনকে লাগত মাঞ্জা দিতে ৷ কড়া রোদে দুটো খুঁটিতে সুতো জড়িয়ে দেওয়া হত মাঞ্জা ৷ প্রথমে এক জন লাটাই থেকে সুতো ছাড়তে ছাড়তে এগিয়ে যেত ৷ তার পিছনে এক জন মাঞ্জা মাখাতে মাখাতে যেত ৷ তৃতীয় জনের নাম ছিল ‘টিপধরা’ ৷ তার কাজ ছিল দেখা যে সুতোর সর্বত্র মাঞ্জা সমান ও মসৃণ ভাবে লাগছে কিনা ৷ কোথাও বেশি কম হয়ে গেলে সুতোয় মাঞ্জায় ডেলা পেকে গেলেই বিপদ ৷ সেখান থেকে ঘুড়ি কেটে যাবে ৷

advertisement

আরও পড়ুন : শিশুসন্তান অকারণে কাঁদছে বা রেগে যাচ্ছে ? ফল হতে পারে ভয়ঙ্কর! বাবা মাকে প্রথম থেকেই সতর্ক হতে হবে

যার মাঞ্জায় যত ধার, তার ‘ভোকাট্টা’ বলার সুযোগ তত বেশি ৷ ধারের তীব্রতা নির্ধারণে বড় ভূমিকা ছিল সূর্যদেবের ৷ কড়া রোদ না হলে মাঞ্জা কড়কড়ে হবে না ৷ এখনও রোদের ঝাঁঝ কড়া হয় ঠিকই ৷ কিন্তু রাস্তার ধারের লাইটপোস্টের ডিউটি গিয়েছে ৷ তাদের গায়ে সুতো জড়িয়ে কেউ আর মাঞ্জা দেয় না ৷

advertisement

সব জিনিসে ‘রেডিমেড’, ‘রেডি টু কুক’ সুযোগ থাকলে মাঞ্জাই বা বঞ্চিত হবে কেন? দোকানে হাজির মাঞ্জা দেওয়া সুতো ৷ রিল থেকে বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে পছন্দসই লাটাইয়ের গায়ে সুতো জড়িয়ে দেওয়া কিছু মুহূর্তের অপেক্ষামাত্র ৷ তার পর সেই সুতো অন্য ঘুড়িও কাটতে পারে, বাইকআরোহীর গলাতেও বসে যেতে পারে ঠগীর রেশমি ফাঁসের মতো ৷

advertisement

আরও পড়ুন : গোবরজলের ছড়া দিয়ে মাটির উঠোন তকতকে করে শুরু দিন, ঠাকুমা পুষ্পরানি জানালেন সুস্থতার চাবিকাঠি

টিভি, ল্যাপটপ এবং মোবাইলের পর্দায় আটকে থাকা শৈশব কৈশোর ফাঁস পরিয়েছে ঘুড়ির উড়ানে ৷ নিবেদিতার মনে পড়ে, আগে কার ঘুড়ির লেজ কত বাহারি হবে, সে নিয়েও প্রতিযোগিতা চলত ৷ বাড়ির ছাদে কুড়িয়ে পাওয়া ঘুড়ির গায়ে লেখা থাকত নাম ঠিকানাও!

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এখন নাম ঠিকানা জানানোর জন্য ঘুড়ির দরকার পড়ে না ৷ সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছেন হর্ষ দত্তর গল্পের ঘুড়িমামা এবং মিষ্টিমামির মতো পড়শিরাও ৷ কিন্তু বয়স বারো কি তেরো বা বড়জোর চোদ্দর আকাশে চোখ রাখা কিশোরকে আজও বাধ্য করা হয় তার দৃষ্টি নামিয়ে নিতে ৷ তার রিকশার বাবু হয়তো এখন অ্যাপক্যাবের সওয়ার ৷ কিন্তু কেরিয়ারের হুমকিও যথেষ্ট চাপ দেওয়ার জন্য ৷ বিচ্ছু ছেলেকে আজও মুক্তির খবর পাঠায় আকাশের ময়ূরপঙ্খী এবং মুখপোড়ার দল ৷ কিন্তু তার কাছে সে খবর পৌঁছয় না ৷ ইন্টারনেটের নেটওয়ার্ক খুব খারাপ যে!

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Flying Kites : সাবুদানা, ইসবগুল, গদের আঠা দিয়ে অ্যারারুট জ্বাল, তাতে মিশত বাতিল টিউবলাইটের মিহি চূর্ণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল