শুধু চিনি গসিয়ে রস বানালেই হবে না ৷ চিনির সঙ্গে মেশাতে হবে লেবুর রসও ৷ লেবুর রস ও চিনি একসঙ্গে মিশিয়ে নিলে একধরণের কেমিক্যাল তৈরি হয়, যা খুব রোমের গ্রোথকে আটকে দেয় ৷ পায়ে, হাতে, বগলে কিংবা গোপন অঙ্গেও ব্যবহার করতে পারেন এই পদ্ধতি ৷
দু’কাপ চিনি নিন ৷ ১ কাপ লেবুর রস ৷ দু’কাপ জল ৷ চিনির মধ্যে লেবুর রস মিশিয়ে নিন ৷ ভালো করে মেশানোর পর একটি পাত্রে জল ঢেলে মিশ্রণটি ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিন ৷ মিশ্রণটিকে হালকা ফুটিয়ে নিন ৷
advertisement
ঠান্ডা হলে একটা ব্রাশ বা তুলোর সাহায্যে প্রয়োজনীও জায়গায় মিশ্রণটি লাগান ৷ যে দিকে রোমের গ্রোথ, তার উল্টোদিকে লাগিয়ে ফেলুন ৷ কিছুক্ষণ রেখে, শুকিয়ে গেলে হালকা হাতে তুলে নিন ৷ তোলার সময় শুকনো কাপড় ব্যবহার করুন ৷ এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে, হেয়ার গ্রোথও ধীরে ধীরে কমতে থাকবে ৷ সঙ্গে ত্বকে আসবে উজ্জ্বলতা !