TRENDING:

Hair Loss: চুল পড়ে যাওয়ার সমস্যায় নাজেহাল? আপনার এই অভ্যাসগুলিই দায়ী নয় তো?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চুল পড়ে যাওয়ার মতো সাধারণ সমস্যা (Hair Fall) আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ৷ এই সমস্যা কখনও সাময়িক, কখনও আবার স্থায়ী৷ অনেক সময়েই মনে হয়, যেন সাধারণ অবস্থার তুলনায় অনেক বেশি চুল উঠছে৷ বাথরুমের নর্দমার মুখ বা চিরুণিতে চুল জড়িয়ে থাকার মতো ছবিও কার্যত গা-সওয়া হয়ে যায়৷ একদিকে আমরা চুলের যত্ন করে যাই৷ অন্যদিকে মুঠো মুঠো চুল উঠে যায় (Problem of hair loss)৷
advertisement

জীবনযাপন,দূষণ, অতিরিক্ত স্ট্রেস বা উদ্বেগ-এ সবই আমাদের চুল পড়ে যাওয়ার পিছনে বড় কারণ৷ লিঙ্গ, বয়স নির্বিশেষে চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে৷ সুস্থ জীবনযাপনের রুটিন নিয়মিত অনুসরণ করা প্রয়োজনীয়৷ কিন্তু সমস্যার শিকড়ে পৌঁছতে না পারলে এর সমাধান কোনওদিনই সম্ভব নয়৷ তাই, সমাধান খুঁজে বার করার সময় ভেবে দেখুন আপনার দৈনন্দিন জীবনযাত্রা এই সমস্যার কারণ কিনা৷ হতেই পারে, আপনার এমন কিছু অভ্যাস জড়িয়ে আছে এই সমস্যার সঙ্গে৷

advertisement

আরও পড়ুন : অন্তঃসত্ত্বা অবস্থায় কোন কোন প্রসাধনী ব্যবহার করা নিরাপদ?

চুল খুব বেশি উঁচু করে খোঁপা, বিনুনি বা পনিটেল-কিছুই বাঁধবেন না৷ এর ফলে অতিরিক্ত চাপের জেরে হেয়ার ফলিকলসের চিরস্থায়ী ক্ষতি হতে পারে৷ পোশাকি ভাষায় এই সমস্যার নাম ‘ট্র্যাকশন অ্যালোপেশিয়া’৷ এভাবে টেনে একই কায়দায় রোজ চুল বাঁধলে হেয়ারলাইন ক্রমশ পিছিয়ে গিয়ে কপাল ক্রমশ বড় হয়ে যায়৷ চুল সব সময় আলতো এবং আলগা ভাবে বাঁধুন৷ রোজ একইভাবে চুল বাঁধবেন না৷

advertisement

আরও পড়ুন : রসুইবাগানের চিরচেনা এই উপকরণের ফেসপ্যাক মাখুন, শীতে স্বল্প খরচেই ঝলমল করবে ত্বক

চুল বেশি বার আঁচড়াবার কথা বলেন অনেক বিশেষজ্ঞই৷ কিন্তু অন্যদিকে চুল খুব বেশি আঁচড়ানোও ঠিক নয়৷ তাতে ঘর্ষণে চুল আরও রুক্ষ ও জটপ্রবণ হয়ে পড়ে৷ চুল পড়ার ক্ষেত্রে বলা হয় রোজ ১০০ টা পর্যন্ত চুল পড়ে যাওয়া স্বাভাবিক৷ কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে যদি নতুন চুল না গজায়, তাহলে কিন্তু চুল ক্রমশ কমতেই থাকবে৷

advertisement

আরও পড়ুন : চুল শুধু ঝরছেই?নতুন চুল জন্মাচ্ছে না? সমাধান তেলের নির্যাসে

এ ছাড়া বেশ কিছু্ স্টাইলিং প্রডাক্টও চুল পড়ার জন্য দায়ী-

ব্লো ড্রায়ার্স

হিটেড কম্বস

হেয়ার স্ট্রেটনার

কালারিং প্রডাক্টস

ব্লিচিং

পার্মিং

রিল্যাক্সার

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দেখতে ভাল লাগলেও চুলের উপর এই প্রডাক্ট ব্যবহার যত কম করবেন, তত চুলের ক্ষতি কম হবে৷ বহিরঙ্গে চুলের নানাবিধ যত্নের সঙ্গে ব্যালান্সড ডায়েটও প্রয়োজনীয়৷ ডায়েটে আয়রন এবং প্রোটিন থাকা চুলের স্বাস্থ্যের জন্য বাঞ্ছনীয়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hair Loss: চুল পড়ে যাওয়ার সমস্যায় নাজেহাল? আপনার এই অভ্যাসগুলিই দায়ী নয় তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল