চুল পেকে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই চুলে রঙ করে থাকেন। তবে চুলে রঙ করলে অথবা চুল ডাই করলে হিতে বিপরীত হবে পারে। অর্থাৎ হেয়ার ডাই চুলের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই এই উপায়ের বদলে প্রাকৃতিক উপায় মেনে চললে চুল কালো হবে। এর পাশাপাশি, চুল ক্ষতির হাত থেকেও রেহাই পাবে। আর পাকা চুল কালো করতে সবথেকে ভালো হল সরষের তেল। সরষের তেলে মেহেন্দি পাউডার মিশিয়ে নিয়ে মাসাজ করলে চুল শুধু মজবুতই হবে না, সেই সঙ্গে চুলও গোড়া থেকে কালো হবে।
advertisement
আরও পড়ুন-স্বমেহন না কি সঙ্গীর সহবাস, নারীর শরীর-মন সুস্থ থাকবে কী করে?
আয়ুর্বেদ মতে চুলের যত্নের জন্য সরষের তেল দারুণ কার্যকর। চুলে সরষের তেল মাসাজ করলে বহু সমস্যাই দূর করা সম্ভব। এতে চুলের টাক পড়া রোধ করা যায় এবং সেই সঙ্গে চুলকে কালো করাও সম্ভব। প্রাকৃতিক উপায়ে চুল কালো করার জন্য এই বিশেষ তেলকে বেশি কার্যকর বানাতে এক কাপ সরষের তেল এবং তিন টেবিলচামচ হেনা পাউডার বা হেনা পাতা নিতে হবে। এ বার জেনে নেওয়া যাক, এই বিশেষ তেল তৈরির প্রক্রিয়া।
- গ্যাসে একটি লোহার কড়াই ভাল করে গরম করে নিয়ে তাতে এক কাপ সরষের তেল দিতে হবে।
- তেল গরম হলে গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে এবং তাতে হেনা পাউডার মেশাতে হবে।
- এ বার তেল ফোটা না-পর্যন্ত সেই মিশ্রণটি নাড়াচাড়া করে যেতে হবে।
- তেলে মেহেন্দি পুরোপুরি ভাবে মিশে গিয়ে তেল কালো হলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
- এর পর তেলের কড়াইকে ১ ঘণ্টা ভাল করে ঢেকে রেখে দিতে হবে।
- তেলের মিশ্রণ ঠান্ডা হলে তা ছেঁকে নিয়ে একটি কাচের শিশিতে ভরে রাখতে হবে।