# আমাদের মধ্যে অনেকেই জামাকাপড় ছাড়ার পর কাচার আগে তা জমা করি ওয়াশিং মেশিনে ৷ সে সময় দেখবেন যেন কোনওভাবেই ভিজে জামাকাপড় সেখানে চলে না যায় ৷ তাছাড়া অনেক জামাকাপড় জমিয়ে রাখার অভ্যাসও ছেড়ে ফেলতে হবে বৃষ্টির মরসুমে ৷ যদি সম্ভব হয়, ওয়াশিং মেশিন বা লন্ড্রি বাস্কেটে না জমিয়ে ছাড়া জামাকাপড় টাঙিয়ে রাখুন ৷
advertisement
# কাচার সময় জলে মিশিয়ে নিন ভিনিগার অথবা বেকিং সোডা ৷ তা হলেও জামাকাপড় থেকে বোঁটকা গন্ধ দূর হয়ে যাবে ৷
# সারিবদ্ধ জামাকাপড় ঘরে সিলিং ফ্যানের নীচে, এই ছবি বর্ষাকালে খুব পরিচিত ৷ বিদ্যুতের বাড়তি খরচ নিয়ে উদ্বেগ থাকলেও এভাবেই জামাকাপড় শোকানর চেষ্টা করুন ৷ কবে রোদ উঠবে, সেই আশায় ভেজা বা আধভেজা জামাকাপড় জমিয়ে রাখবেন না ৷
# জামাকাপড় ভেজানোর আগে জলে মিশিয়ে নিতে পারেন লেবুর রস ৷ তাতেও কাচার পর স্যাঁতস্যাঁতে গন্ধ থেকে রেহাই পাবে আপনার জামাকাপড় ৷
# চক, সিলিকন পাউচের মতো জিনিসও জামাকাপড় থেকে বাজে গন্ধ দূর করতে পারে ৷ তাই কিছু চক এবং সিলিকন পাউচ রেখে দিন ওয়ার্ডরোবের প্রতি তাকে ৷ এর ফলেও দুর্গন্ধ দূরে থাকবে জামাকাপড় থেকে ৷ পাশাপাশি, বর্ষাজনিত বাড়তি আর্দ্রতাও দূর হবে ৷