প্রেমের সপ্তাহের (Valentine's Week) আজ চতুর্থ দিন। তবে আজকের দিনটা বাকি দিনগুলোর থেকে একটু আলাদা। আজকের দিন একটু বেশি মিষ্টি। আজ টেডি ডে (Happy Teddy Day 2022)। এই দিনটির উদ্দেশ্যই হল আপনার ভালবাসার মানুষকে টেডি বিয়ার দেওয়া, বিশেষ অনুভূতি ভাগ করে নেওয়া। রইল টেডি দিবসের ( Happy Teddy Day 2022) শুভেচ্ছা, উদ্ধৃতি...
advertisement
আরও পড়ুন: আজ টেডি দিবস, জেনে নিন কোন রংয়ের টেডির কী অর্থ...
(১) টেডি ডে-তে, আমরা এমন মানুষের কথা ভাবি যারা আমাদের উৎসাহিত করেছে। চলার পথে একটা জায়গা করে নিয়েছে। সদয় এবং যত্নশীল হতে শিখিয়েছে। তুমি তাদের মধ্য়েই একজন। ধন্য়বাদ। শুভ টেডি দিবস।
(২) জানো তো, একটা টেডি বিয়ার আমাকে তোমার কথ মনে করিয়ে দেয়। এটা তোমার মতোই নরম আর উষ্ণ। শুভ টেডি দিবস!
(৩) আমি চাই তুমি আমাকে তোমার টেডির মতোই শক্ত করে জড়িয়ে ধরো আর তোমার সবটা সময় আমার সঙ্গে কাটাও। শুভ টেডি দিবস!
(৪) আমার নরম, মিষ্টি টেডিকে টেডি দিবসের শুভেচ্ছা। তুমি আমার সবচেয়ে সুন্দর টেডির চেয়েও সুন্দর।
আরও পড়ুন: ওজন কমাতে চাইলে এই পাঁচটি প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতেই হবে ডায়েটে!
(৫) তোমাকে একটা বড়োসড়ো, মোটাসোটা টেডি উপহার দিলাম। আমি চাইব যেন কখনই তুমি আমার অনুপস্থিতি অনুভব না কর। শুভ টেডি দিবস।
(৬) টেডি কখনওই কোনও প্রজন্মের জন্য সেকেলে উপহার নয়, তা শৈশব হোক বা প্রাপ্তবয়স্ক- সবার জন্যই সমান আনন্দের। শুভ টেডি দিবস!
(৭) তোমার জন্য এই টেডি বিয়ার দিবসে আমার পক্ষ থেকে অনেক অনেক উষ্ণ আলিঙ্গন এবং চুমু! ভালবাসি ...