চণ্ডীগড়ের বাসিন্দা হরভজন কৌর৷ সারা জীবন প্রায় সংসারের কাজ করেই কেটেছে৷ খুব ভাল রান্নার হাত তার, সকলেই এমন বলত৷ তবে কোনও দিন চাকরি করার সুযোগ পাননি হরভজন৷ ফলে নিজের রোজগার বলেও কিছুই ছিল না৷ সারা জীবন হাউজ ওয়াইফের তকমাতেই কেটে গিয়েছে৷ এটাই ছিল তার একমাত্র আফশোষ৷ নিজের রোজগার কী হয়, তাই জানতে চাইছিলেন বৃদ্ধা৷ সেই থেকে এল বুদ্ধি৷
advertisement
বেসনের বরফি বানিয়ে বাড়ির সামনে একটি স্টলে বিক্রি করলেন তিনি৷ একদিনেই বিক্রি করে ফেললেন ২হাজার টাকা৷ ব্যাস স্বপ্ন সফল৷ আর কী চিন্তা৷ এবার থেকে নিয়মিত নিজের হাতে বানানো মিষ্টি, আচার, সরবত এসব প্রতিনিয়ত বিক্রি শুরু করে দিলেন৷ দিদিমার হাতে তৈরি এই সব খাবার সবার মনে ধরে৷ তাই বিক্রিবাটাও ভালই হতে শুরু করে৷ ৯৪এ ভীষণভাবে হিট হন তিনি৷
হরভজনের এই প্রয়সে পরিবারের সকলেও খুব খুশি৷ কারণ তাদের মতে এই বয়সে নিজের মনের জোর রাখা বড় ব্যাপার৷ হরভজন সেই ভয়কে জয় কেরছেন৷ তাই তো তিনি আর বিভিন্নভাবে খবরে আসছেন৷ তার বেসন কী বরফি যেমন সকলের মন জয় করেছে তেমনই এই বয়সে দিদিমার সাহস ও কর্মক্ষমতা অনেকের কাছে ইতিবাচক বার্তা বয়ে আনছে৷