সূত্রের খবর, শিয়ালদহ থেকে শুক্রবার সকাল ৯ টার ট্রেনে মালদহ টাউন স্টেশন নামবেন সিভি আনন্দ বোস। তারপর সড়কপথে বৈষ্ণবনগর যাবেন রাজ্যপাল। বৈষ্ণবনগরে ঘরছাড়া বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করার পরই সিদ্ধান্ত নেবেন মুর্শিদাবাদ যাওয়ার ব্যাপারে।
advertisement
যদিও এর আগে বৃহস্পতিবার দুপরেই জানা যায়, মুর্শিদাবাদ পরিস্থিতি সরেজমিনে দেখতে যাচ্ছেন রাজ্যপাল। তার আগেই বর্তমান পরিস্থিতিতে কাউকে মুর্শিদাবাদ না যাওয়ার আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কার্যত সেই আবেদন অগ্রাহ্য করেই মুর্শিদাবাদে যাওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন সিভি আনন্দ বোস।
আরও পড়ুন: পাবদা মাছ প্রিয়…? খেলে শরীরে কী হয় জানেন তো? আরেকবার মুখে তোলার আগে জানুন বিশেষজ্ঞের মত
রাজ্যপাল বলেন, “এখন সবটা নিয়ন্ত্রণে। আমি খুশি। মুখ্যমন্ত্রী অনুরোধ করলেও আমি যাব সেখানকার পরিস্থিতি নিজের চোখে দেখতে।” সিভি আনন্দ বোস মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গে বলেন, “ওখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজভবন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিলে কাজ করবে।” তবে শেষমেশ আপাতত শুক্র সকালেই মুর্শিদাবাদ যাওয়ার সিদ্ধান্তে রাতেই রাশ টানলেন রাজ্যপাল।