বাচ্চারা কেন ঘ্যানঘ্যান করে
খুব অল্প বয়স থেকে শিশুরা বুঝতে পারে যে ঘ্যানঘ্যান (Child Psychology) করলে কী ভাবে তা বড়দের উপর প্রভাব ফেলে। তাই বড়দের রাগিয়ে তারা যা যা চায় সেগুলি পাওয়ার চেষ্টা করে।
সাধারণত ব্যবহারগত সমস্যা
এটি একটি খুবই সাধারণত ব্যবহারগত সমস্যা। যা খুব অল্প বয়সে ঠিক না করলে বড় হয়েও তাদের ঘ্যানঘ্যানে স্বভাবের করে তুলবে।
advertisement
বাচ্চাকে শৃঙ্খলাপরায়ণ করতে কার্যকরী উপায়
একমাত্র প্রয়োজনীয় পদক্ষেপ নিলেই এই ধরনের সমস্যা সামলানো সম্ভব। তাই বাচ্চাকে শৃঙ্খলাপরায়ণ করতে ছয়টি কার্যকরী উপায় বলা হল।
আরও পড়ুন : সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি, কী ভাবে হবে সম্পর্কের উন্নতি?
নিয়ম ঠিক করতে হবে
বাড়িতে একটি নির্দিষ্ট নিয়ম ঠিক করতে হবে। যেমন শিশু যেন কোনও কিছু চাওয়ার সময় ভাল ভাবে কথা বলে। এমনকি বাড়ির অন্যরাও যাতে এই অভ্যাস রপ্ত করেন সেদিকে খেয়াল রাখতে হবে।
মনে করাতে হবে
কখনও কখনও শিশুরা যে ঘ্যানঘ্যান করছে তা তারা বুঝতে পারে না। তাই তারা এই ধরনের আচরণ করলে বার বার করলে নিজেদের ভুলের বিষয়ে সতর্ক করাতে হবে।
এড়িয়ে যান
কোনও কিছু নিয়ে বাচ্চারা মেজাজি হয়ে উঠলে তাদের চাহিদা এড়িয়ে যাওয়াই শ্রেয়। তখন শান্তভাবে তাদের প্রতি মনোযোগ দিলেই পরিস্থিতি ঠিক থাকবে।
দিতে থাকবেন না
কোনও কিছু বারণ করা সত্ত্বেও বাচ্চারা বচসা করলে সত্যি হতাশ লাগে। তাই এই ধরনের পরিস্থিতিতে শান্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং মাথায় রাখতে হবে যে বাচ্চাদের চাহিদা সব সময় মেটানো যাবে না।
আরও পড়ুন : প্রাতরাশে ফলের রস খাচ্ছেন? এই ভুলগুলো করছেন না তো?
বিকল্প ব্যবস্থা রাখতে হবে
বাচ্চারা যখন কথা না শুনে জেদ করতে থাকে তখন তাদের জন্য বড়দের কাছে গ্রহণযোগ্য কোনও বিকল্প ব্যবস্থা রাখতে হবে।
মনোযোগ ঘুরিয়ে দিতে হবে
শিশুরা কোনও কিছু নিয়ে ঘ্যানঘ্যান করলে তাদের মনোযোগ একেবারে অন্য কোনও বিষয়ে ঘুরিয়ে দিতে হবে। অন্য প্রসঙ্গে মন ঘুরিয়ে দিলে অনেক সময়ই এই ধরনের সমস্যায় সুফল পাওয়া যায়।