আরও পড়ুন- মমতার পর বাংলার মসনদে কে? উত্তরসূরি কে হবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গে নভেম্বর মাসের পর শীতের প্রভাব বাড়তে শুরু করেছে, যার ফলে ছাগলদের মধ্যে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। এর মধ্যে একটি অন্যতম রোগ হল শীতকালীন পিপিআর (PPR) রোগ, যা ছাগলের সর্দি ও শ্বাসকষ্টের মাধ্যমে মৃত্যু পর্যন্ত হতে পারে, যদি সঠিক চিকিৎসা না করা হয়।প্রাণী পালন বিশেষজ্ঞ ডাক্তার মনীষ কুমার দাস জানিয়েছেন, শীতের সময় ছাগলদের পক্স আরেকটি রোগও হতে পারে, যার প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন না দিলে ছাগলের মৃত্যু বা বংশবিস্তার কমে যাওয়ার ঝুঁকি থাকে।
advertisement
আরও পড়ুন: সারারাত হোটেলে ছিল কিশোরী মেয়ে, সকাল হতেই চিৎকার! ছুটে বেরিয়ে এসে পুলিশকে যা বলল সে…
ডাঃ দাস আরও বলেন, শীতকালে ছাগলদের যত্নে কিছু বিষয় অনুসরণ করা উচিত। রাতের বেলায় ছাগলদের উঁচু জায়গায় মাচা করে রাখার ব্যবস্থা করতে হবে যাতে ঠান্ডা না লাগে। পাশাপাশি পক্স, পিপিআর, এবং কৃমির রোগের প্রতিরোধে সঠিক সময় ওষুধ খাওয়ানো উচিত। এছাড়া, ঠান্ডার সময়ে ছাগলদের সকালে খানিক রোদ উঠলে তবেই বাইরে বের করার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া, ছাগলদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে স্থানীয় রাজ্য সরকারের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গিয়ে ভ্যাকসিন প্রদান করা জরুরি। এই বিষয়াদি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে সর্বদা।
সুরজিৎ দে