TRENDING:

Eye Problem: চোখ লাল এবং মাথায় ব্যথা? সাবধান, চলে যেতে পারে দৃষ্টিশক্তি! জানুন কী বলছেন ডাক্তার

Last Updated:

Eye Problem: এই রোগ শনাক্ত করার জন্য, আমাদের সময়ে সময়ে কোনও চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং নিজেকে পরীক্ষা করাতে হবে যাতে এই রোগ সম্পর্কে আগে থেকে সতর্ক হওয়া যায় এবং সময়মতো এর চিকিৎসা করা যায়। তবে আজও মানুষ গ্লুকোমা সম্পর্কে সচেতন নন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টিশক্তি কম হতে থাকে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যদি চশমার পাওয়ারও দিন দিন বাড়তে থাকে, তাহলে আমাদের সতর্ক হতে হবে। কারণ বর্তমানে অনেকেই গ্লুকোমা রোগে আক্রান্ত হচ্ছেন।
বর্তমানে অনেকেই গ্লুকোমা রোগে আক্রান্ত হচ্ছেন
বর্তমানে অনেকেই গ্লুকোমা রোগে আক্রান্ত হচ্ছেন
advertisement

এই রোগ শনাক্ত করার জন্য, আমাদের সময়ে সময়ে কোনও চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং নিজেকে পরীক্ষা করাতে হবে যাতে এই রোগ সম্পর্কে আগে থেকে সতর্ক হওয়া যায় এবং সময়মতো এর চিকিৎসা করা যায়। তবে আজও মানুষ গ্লুকোমা সম্পর্কে সচেতন নন। এই কারণেই বিশ্ব গ্লুকোমা দিবস এবং বিশ্ব গ্লুকোমা সপ্তাহ প্রতি বছর ১২ মার্চ পালিত হয়। এই দিনে গ্লুকোমা সংক্রান্ত রোগ নিয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়। গ্লুকোমা রিসার্চ ফাউন্ডেশনের মতে, ভারতে ১ কোটিরও বেশি মানুষ এবং বিশ্বব্যাপী ৮ কোটিরও বেশি মানুষ গ্লুকোমার শিকার।

advertisement

যোধপুরের মথুরাদাস মাথুর হাসপাতালের চক্ষুবিদ্যা বিভাগের প্রধান ডা. অরবিন্দ চৌহানের মতে, দৃষ্টিশক্তি হারানোর সবচেয়ে বড় কারণ হল গ্লুকোমা। ওপিডিতে প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী আসছেন, যাঁদের স্ক্রিনিংয়ের পাশাপাশি চিকিৎসাও করা হচ্ছে। ভারত সরকার এই বিষয়ে একটি প্রচারণা চালাচ্ছে, ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত মানুষকে এই বিষয়ে সচেতন করা হচ্ছে।

advertisement

গ্লুকোমা কী?

গ্লুকোমা যা ছানি নামেও পরিচিত, একটি চোখের রোগ যা ধীরে ধীরে দৃষ্টিশক্তি কেড়ে নেয়। এতে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। অপটিক স্নায়ু আমাদের রেটিনাকে মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত করে। এর ক্ষতি হলে মস্তিষ্ক সংকেত গ্রহণ করা বন্ধ করে দেয়, যার কারণে দৃষ্টিশক্তি চলে যায়। যখন এই রোগটি গুরুতর হয়ে ওঠে, তখন দৃষ্টি পুনরুদ্ধার করা অসম্ভব হয়ে পড়ে। কারণ স্নায়ুই চোখের মাধ্যমে দেখা ছবিকে সংকেত আকারে বহন করে মস্তিষ্কে পাঠায়, এরপর আমরা দেখতে পাই।

advertisement

আরও পড়ুন  : যন্ত্র ভেঙে হবে চৌচির! বন্ধ হয়ে যাবে মোটর! এই খাবারগুলি ভুলেও ব্লেন্ডারে দেবেন না

গ্লুকোমা সাধারণত চোখের চাপ বৃদ্ধির কারণে ঘটে। একে ইন্ট্রাওকুলার প্রেসারও বলা হয়। সুস্থ চোখে সাধারণত তরল থাকে। এই তরল চোখকে চাপ থেকে রক্ষা করতে সাহায্য করে। অতএব, আমাদের চোখে সর্বদা একটি তরল পদার্থ থাকে যা কোনও সমস্যায় চোখ থেকে বেরিয়ে আসতে থাকে। এই প্রাকৃতিক চক্র এভাবেই চলতে থাকে। এই চক্রের ভারসাম্য বিঘ্নিত হলে চোখের উপর চাপ বাড়তে থাকে। এর পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার, মোবাইল-ল্যাপটপের অতিরিক্ত ব্যবহারের মতো অভ্যন্তরীণ অনেক কারণও গ্লুকোমার জন্য দায়ী।

advertisement

৬০ বছরের বেশি বয়সি রোগীদের মধ্যে এই সাধারণ রোগ বেশি দেখা যায়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই রোগটি মূলত ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে বেশ সাধারণ। বয়স্ক ব্যক্তিরাও গ্লুকোমার কারণে তাঁদের দৃষ্টিশক্তি হারাতে পারেন। কিছু মানুষের এই রোগটি জেনেটিকও হতে পারে। অর্থাৎ, পরিবারের কারও যদি গ্লুকোমা হয়ে থাকে, তাহলেও এটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eye Problem: চোখ লাল এবং মাথায় ব্যথা? সাবধান, চলে যেতে পারে দৃষ্টিশক্তি! জানুন কী বলছেন ডাক্তার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল