বিভিন্ন বয়সের মানুষই এখন এই সমস্যায় ভুগছেন। ফলে নতুন করে একটু সচেতন হওয়া জরুরি। মাঝেমাঝে অনেকেই গলব্লাডারের যন্ত্রণায় কষ্ট পান। প্রাথমিক ভাবে এই ব্যথার এক মাত্র কারণ হিসাবে পিত্তথলিতে পাথর হওয়ার আশঙ্কা করা হয়। তবে সব ক্ষেত্রে সেটাই এক মাত্র কারণ নয়।
আরও পড়ুন: আপনি কি খালি ভুলে যান? অ্যালজাইমার্সের প্রাথমিক লক্ষণ কি না মিলিয়ে নিন
advertisement
পিত্তথলিতে কোলেস্টেরল মনোহাইড্রেট, ক্যালশিয়াম বিলিরুবিন এবং অন্যান্য লবণের সংমিশ্রণ হল ‘বিলিয়ারি স্লাজ’। এই পদার্থগুলি জমা হওয়ার ফলে পিত্তথলিতে ব্যথা হতে পারে। পিত্তনালিতে পাথরের উপস্থিতি ‘কোলেডোকোলিথিয়াস’ নামে পরিচিত। এটি পিত্তের প্রবাহকে রোধ করে ফলে চাপ ও ব্যথা বৃদ্ধি পায়। কোলেসিস্টিসের দুটি রূপ, অ্যাকিউট কোলেসিস্টিস এবং অ্যাক্যালকুলাস কোলেসিস্টিস।
আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলা গাছের থোড় এই মারণরোগ থেকে রেহাই দেবেই! জানতেন?
অ্যাকিউট কোলেসিস্টিসেরঘটে পিত্তথলিতে পাথর আটকে যাওয়ার ফলে। অ্যাক্যালকুলাস কোলেসিস্টিস হল পিত্তনালিতে এক ধরনের ব্যাক্টেরিয়া সংক্রমণ। এক্ষেত্রে পেটের ডান দিকে থেকে ব্যথা শুরু হয়ে ধীরে ধীরে সেই ব্যথা কোমর এবং ডান কাঁধ পর্যন্ত ছড়িয়ে যায়। এই রকম ব্যথা হলে আগে থাকতে সতর্ক হওয়া উচিত। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)