TRENDING:

ক্ষতিকর! তাই এবার থেকে টি-ব্যাগে নিষিদ্ধ এই জিনিসটি

Last Updated:

ক্ষতিকর! তাই এবার থেকে টি-ব্যাগে নিষিদ্ধ এই জিনিসটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়াদিল্লি: সকাল বেলার চায়ের কাপের প্রথম শান্তির চুমুক ৷ তারপরই শুরু হয় দিন ৷ কিন্তু এই চা থেকেই অজান্তে শরীরে ছড়িয়ে পড়ছিল বিষ ৷ গবেষণায় এই বিষয়টি নজরে আসতেই বিষের কাঁটা সরাতে উদ্যোগী হল FSSAI ৷
advertisement

গ্রীন টি হোক বা আদা চা, সাধারণ লিকার চা বা মশলা চায়ে সবের টি ব্যাগেই থাকে স্টেপল পিন ৷ যত সমস্যা লুকিয়ে ওই পিনেই ৷ তাই এবার থেকে টি ব্যাগে স্টেপল পিন ব্যবহার নিষিদ্ধ করল খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা FSSAI ৷ ২০১৮ সালের জানুয়ারি থেকে কোনধরনের টি-ব্যাগেই আর স্টেপল পিন ব্যবহার করা যাবে না ৷

advertisement

চায়ের ব্যাগে পিনের ব্যবহার নিয়ে অনেক আগে থেকেই অভিযোগ উঠেছে ৷ গবেষণায় প্রকাশ, গরম জলে চায়ের ব্যাগটি ডুবিয়ে চা বানানোর সময় ধাতব পিনের অংশের বিক্রিয়া চা বিষাক্ত হয়ে ওঠে যা শরীরের ক্ষতি করে ৷

এছাড়া পিনটি খুলে চায়ে মিশে গেলেও বড়সড় বিপদের সম্ভাবনা তৈরি হয় ৷ তাই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সমস্ত চা ব্যাগ প্রস্তুতকারক সংস্থাকে পিনের ব্যবহার বন্ধ করতে নির্দেশ দিয়েছে FSSAI ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

বর্তমানে বাজারে স্টেপল করা টি ব্যাগ ছাড়া নটেড টি ব্যাগও পাওয়া যায় ৷ এরপর স্টেপলের বদলে সমস্ত টি ব্যাগ নটেড হবে কিনা এখন সেটাই দেখার ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ক্ষতিকর! তাই এবার থেকে টি-ব্যাগে নিষিদ্ধ এই জিনিসটি