মানুষ হিসাবে আমরা সাধারণত প্রকৃতির কাছাকাছি থাকতেই বেশি ভালবাসি। বিগত দু তিন বছর ধরে কোভিড ১৯ এর কারণে আমরা বেশ কিছুদিন ঘরবন্দি হয়েছিলাম। কোভিড ১৯ এর প্রভাব অনেকাংশে কমে যাওয়ার ফলে মানুষ নতুন করে প্রকৃতির কাছাকাছি বেঁচে থাকার স্বপ্ন দেখছে এবং নিজের ঘরেও প্রাকৃতিক সৌন্দর্য্যকে ধরে রাখতে চাইছে। সিনামন হোমসের প্রতিষ্ঠাতা আনন্দ সুমনের কথায় প্রকৃতির কাছাকাছি থাকাটা ২০২৩ সালের ইন থিম হতে পারে। আজকাল কাঠের তৈরি আসবাবপত্রগুলো বেশ ট্রেন্ডি হয়ে উঠেছে এবং লোকেদের মধ্যে এর জনপ্রিয়তাও অনেক বেশি। তাই ঘর সাজাবার ক্ষেত্রে কাঠের ফার্নিচার ব্যবহার করুন যা ঘরের সাজসজ্জায় আলাদা মাত্রা এনে দেবে।
advertisement
যেহেতু আমরা সবাই জানি ক্রিস্টমাস এবং নববর্ষ হল ছুটির মরশুম , এই সময় অনেকেরই বাড়িতে ছোটোখাটো পার্টি, সেলেব্রেশন , গেট টুগেদার ধুম লেগে যায়। তাই নিজের ঘরকে সুন্দর করে তোলা খুবই জরুরি হয়ে ওঠে। ঘরের মধ্যেই যদি একটা রেক্রিশনাল এরিয়া তৈরি করা যায় তাহলে তো আর কথায় নেই। সঙ্গে কোজি কাউচ ,কমফোর্ট চেয়ার ,বার ইউনিট আপনার ঘরকে একটা দারুন আকর্ষণীয় লুক দেবে। সুমনের আরো বলেছেন বার্ন্ট উড , ন্যাচারাল ফিনিশ , রাস্টিক এলিমেন্টসের মতো কাঠের ফার্নিচার এখন ঘর সাজাবার ক্ষেত্রে খুবই ট্রেন্ডি।
স্পেসমন্ত্রের ফাউন্ডার নিধি আগারওয়াল বলেছেন ২০২৩ সালে মাল্টিফাঙ্কশনাল বাড়িগুলো ট্রেন্ডি ইন্টিরিয়র ডিজাইন দিয়ে তৈরি হবে।
কিছু পুরোনো দিনের বাঁকানো ঘর সাজাবার সামগ্রী কার্ভড ব্যাক কাউচেস , ব্যারেল সিটস ,রাউন্ড কুশন্স , এম্বেলিশমেন্টস ২০২৩ সালে নতুন রূপে আবার ফিরে আসছে ঘর সাজাবার ট্রেন্ডি ফার্নিচার হিসাবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।