TRENDING:

Healthy Tips: কাঁটাচামচ নাকি হাত দিয়ে? কীভাবে খাবার খেলে শরীরের জন্য উপকার? জেনে নিন

Last Updated:

Healthy Tips: কাঁটাচামচ নাকি হাত দিয়ে খাওয়া? কোনটা বেশি উপকারী? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যতই আধুনিক কেতা এবং আদবকায়দার যুগ আসুক। সুদৃশ্য কাঁটাচামচ বা বাহারি চামচের বদলে হাত দিয়ে খাবার খেলেই তৃপ্তি ও স্বাস্থ্য সচেতনতা৷ বলছে আয়ুর্বেদ শাস্ত্র৷ এই প্রাচীন রীতি অনুসারে খেলেই উপকার শরীরের৷ কিন্তু কেন এটা বলা হচ্ছে? তার কারণ নানাভাবে বিশ্লেষণ করেছেন পুষ্টিবিদ এবং নামী রন্ধনশিল্পীরা৷ নামী রন্ধনশিল্পী কুণাল কপূর মনে করেন ভারতীয় খাবারের রসাস্বাদনের সেরা উপায় হাত দিয়ে খাওয়া৷ এতেই সবরকম ইন্দ্রিয় তৃপ্ত হয়৷ খাবারের স্বাদ ও গুণ গ্রহণ করা যায়৷ তবে তাঁর মতে হাতের আঙুলের অগ্রভাগ প্রবেশ করবে মুখের মধ্যে৷ সম্পূর্ণ হাতের অংশ নয়৷
সুদৃশ্য কাঁটাচামচ বা বাহারি চামচের বদলে হাত দিয়ে খাবার খেলেই তৃপ্তি ও স্বাস্থ্য সচেতনতা৷ বলছে আয়ুর্বেদ শাস্ত্র
সুদৃশ্য কাঁটাচামচ বা বাহারি চামচের বদলে হাত দিয়ে খাবার খেলেই তৃপ্তি ও স্বাস্থ্য সচেতনতা৷ বলছে আয়ুর্বেদ শাস্ত্র
advertisement

অন্যদিকে নামী রন্ধনশিল্পী কুণাল কপূর মনে করেন ভারতীয় খাবারের রসাস্বাদনের সেরা উপায় হাত দিয়ে খাওয়া৷ এতেই সবরকম ইন্দ্রিয় তৃপ্ত হয়৷ খাবারের স্বাদ ও গুণ গ্রহণ করা যায়৷ তবে তাঁর মতে হাতের আঙুলের অগ্রভাগ প্রবেশ করবে মুখের মধ্যে৷ সম্পূর্ণ হাতের অংশ নয়৷ প্রাচীন আয়ুর্বেদশাস্ত্রেও হাত দিয়ে খাবার খাওয়ার গুরুত্ব গভীর৷ এখানে বৃদ্ধাঙ্গুষ্ঠকে স্থান, তর্জনীকে বায়ু, মধ্যমাকে অগ্নি, অনামিকাকে জলের প্রতীক এবং কনিষ্ঠাকে পৃথিবীর প্রতীক বলে মনে করা হয়৷

advertisement

যখন আমরা হাত দিয়ে খাবার স্পর্শ করি, তখন মস্তিষ্ক সজাগ হয় যে আমরা খাবার গ্রহণ করতে চলেছি৷ এর পর মস্তিষ্ক আমাদের শরীরের পরিপাক যন্ত্রকে সক্রিয় করে৷ ফলে পরিপাক ক্রিয়া নির্বিঘ্নে হয়৷ পুষ্টিবিদ পায়েল কোঠারিও মনে করেন হাত দিয়ে খেলে খাবার সহজে হজম হয়৷ তাছাড়া হাত দিয়ে খাবার খেলে শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয়৷ ধারণা তাঁর৷ জানিয়েছেন সংবাদমাধ্যমে৷ হাত দিয়ে খেলে উৎসেচক ক্ষরণ হয়৷ ফলে হজমের সহায়ক পরিস্থিতি তৈরি হয়৷ গ্যাস, অম্বল, বদহজম সংক্রান্ত সমস্যা কমে যায়৷

advertisement

আরও পড়ুন : কনকনে ঠান্ডায় বর্ষবরণ? নাকি পৌষের অকাল গরম? সপ্তাহ শেষে কেমন থাকবে আবহাওয়া? জানুন পূর্বাভাস

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

খাবারের স্বাদ ও গন্ধ ভালভাবে উপভোগ করা যায় হাত দিয়ে মেখে খেলে৷ কমে অতিরিক্ত খাওয়ার প্রবণতাও৷ হাত দিয়ে খেলে খাবারের প্রক্রিয়া ধীর গতির হয়৷ ফলে আহারের গ্লাইসেমিক ইনডেক্স কমে যায়৷ রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রিত থাকে৷ মধুমেহ রোগীদের ক্ষেত্রে তা খুবই উপকারী৷ হাত দিয়ে খাবার খেলে কিছু উপকারী ব্যাকটেরিয়ার প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Tips: কাঁটাচামচ নাকি হাত দিয়ে? কীভাবে খাবার খেলে শরীরের জন্য উপকার? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল