১) নেপাল:
ভারতীয় রাজ্যগুলির সীমান্তবর্তী পাহাড়ি দেশ নেপাল। জাতি সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী এই দেশ। ছুটি কাটাতে নেপালে যাওয়ার পরিকল্পনাকারী ভারতীয়দের জন্য পাসপোর্ট বাধ্যতামূলক নয়। যাইহোক, এই নিম্নলিখিত নথি অবশ্যই থাকতে হবে:
১) পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড
advertisement
২) ১২ বছরের কম শিশুদের জন্য বার্থ সার্টিফিকেট, স্কুল আইডি, ১৮ বছরের আগে কলেজে পড়লে তাঁর কলেজ আইডি থাকতে হবে সঙ্গে।
২) ভূটান:
শান্ত ছোট্ট পাহাড়ে ঘেরা দেশটিতে যেতে হলে পাসপোর্ট আর ভোটার কার্ড লাগবে
আরও পড়ুন: রজতাভ এইবার হত্যারহস্যে! দুর্গা পুজো হবে জমজমাট
৩) মায়ানমার:
সমৃদ্ধ সংস্কৃতি ও স্থাপত্য দেখতে হলে এই দেশে আপনাকে যেতেই হবে। তবে এদেশে ভিসা আপনি অনলাইনে করতে পারেন। মাত্র ২৮দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন ভিসাটি।
আরও পড়ুন: সুর কাঁটাতার বোঝে না! পাকিস্তানি শিল্পীর রুবাবে বেজে উঠল ‘জন গণ মন’, নেটমাধ্যমে ভাইরাল ভিডিও
৪) থাইল্যান্ড:
শপিং করতে যাঁরা ভালবাসেন তাঁদের জন্য স্বর্গ এই দেশ। প্রচুর সমুদ্র আর প্রচুর সবুজে ঘেরা দেশে যেতে হলে ভিসা করতে হবে বটে, তবে তা তৈরি হতে মাত্র ১৪ দিন।
৫) ইন্দোনেশিয়া:
অপূর্ব এই দেশে যাওয়ার জন্য ভিসা তৈরি হয়ে যায় মাত্র ৩০ দিনে।